পোস্টস

কবিতা

ফরিয়াদ

১৬ জুন ২০২৪

প্রয়াস মেঘনাদ

স্রাষ্টার প্রতি বিশ্বাস, থেকে পাপ

 আমৃত্যু জন্মে থাকা, বয়ে বেড়া যতো শাপ। 

দু-কালিমা বয়ে নিতে যার কষ্ট লাগে মনে,

সময় কালে জ্ঞান নিয়ে সে বসে যায়  হাট-কূলে।

 

নেকনিয়তের সুরত ধরে, আমি হায়না পুষি মনে, সাদা কাপড়ের আড়ালে তুমি দেখতে পাও নি বলে।

 

তবু দু-হাত তুলে, আমি মোনাজাত যদি করি, ভালোভাবে বেঁচে থাকো তোমরা, আর আমি, বোকাচোদা হয়ে মরি