সব আছে। যা দেখতে চাইবি সব। এই নরক একেবারে আমাদের কল্পিত স্বর্গের মতো। তবে কোনরকম নোংরামি নেই এবং চলবে না। যার যারটা নিয়ে সে সে ব্যস্ত। এখানে শুধু আনন্দ, সুখ আর শান্তি। দেখছিস না চারদিক সুগন্ধময়!
ঠিক বলেছিস দাদা। নরকেই এত স্বর্গসুখ! তাহলে তো স্বর্গে আরো বেশি হবে। চল দাদা, স্বর্গটা একটু দেখে আসি।
চল ভাই, এবার স্বর্গে যাই।
স্বর্গের দ্বারের কাছে এসেই সব্যসাচী নাক চেপে ধরে বলেন- দাদা মরে গেলাম!
আহা! তুই তো মরেই গেছিস আর মরবি না।
কিন্তু এটা তো মরণ থেকেও আরো কষ্টের! এই উৎকট পঁচা দুর্গন্ধ আমি সহ্য করতে পারছি না। এমন তো কখনো দেখিনি; সুন্দর ফুল বাগান, থরে থরে সাজানো ফলের বাগান, অগণিত অপ্সরার পদচারণা অথচ উৎকট দুর্গন্ধের ছড়াছড়ি। ব্যাপার কী দাদা!
অরুন্ধতী হাসতে হাসতে বলেন- এটাই তো রহস্য! আগে দেখে নে কে কে আছে।...একটি ভিন্নধাচের রম্যগল্প!