Posts

কবিতা

ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৭)

June 17, 2024

পার্থসারথি

84
View

ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৭)

কবিতা- ১

*ভীষণ কষ্ট তোমার অবহেলায়*

                   ♡

তোমাকে কোথায় খুঁজবো প্রিয়তমা?

আকাশে? নীল জোছনায়? তারায় তারায়?

ভীষণ কষ্ট তোমার অবহেলায়,

আমার মন ভালো নেই

কালো ছায়া দৃষ্টি জোড়ায়

হবে না তোমায় পাওয়া জোনাক জ্বলায়!

আমি আছি-

গাছের ছায়ায় গোলাপ বাগে,

ডেকো কাছে ভ্রমর গানে

প্রেম যদি একটুখানি

জাগে মনে;

তুমিতো নেই

তোমার ছায়া মনের ভেতর অনুরাগে

পুষেছি আমি মনের টানে

তোমাকে কোথায় খুঁজবো আমি

এই ভুবনে!

                 ♡

কবিতা- ২

*খুইয়েছি সময়*

           ♡

আহারে জীবন, আহা!

হারিয়েছি দিন ঘাস ফড়িঙে মাখা,

হারিয়েছি চাঁদ, ক্ষেতের আল্ ছিল সব যাহা

আছি বন্ধু তুমি আর আমি

সবই মিথ্যে সখা,

আহারে জীবন, আহা!

বাড়িয়েছি ঋণ মাড়িয়ে মন আর মানবতা

খুইয়েছি সময়, বর্ষা আর কদমতলা

যাচ্ছি শুধু পথ হারিয়ে অন্য কোথাও

নেই যেখানে ভালোবাসা!

              ♡

কবিতা- ৩

*ভালোবাসা আছে বলেই*

           ♡

ভালোবাসা আছে বলেই-

ফুল ফোটে, পাখিরা গায়

জোছনার তোলপাড়,

ভালোবাসা আছে বলেই-

প্রেমিক-প্রেমিকা চায়

জগৎ তোমার-আমার।

ভালোবাসা আছে বলেই-

বাতাসে সুবাস ভাসে

দিগন্ত কাছে আসে,

ভালোবাসা আছে বলেই-

আকাশের সাতরঙ ছবি আঁকে

বেলাশেষে পাখিরা ফিরে আসে।

ভালোবাসা আছে বলেই-

তোমায় ডাকি

তোমার নামে ছন্দ আঁকি,

ভালোবাসা আছে বলেই-

আকাশে মেঘের ভাসাভাসি

তুমি অথবা আমি বলি- ভালোবাসি।

                 ♡

কবিতা- ৪

*সুখী *

            ♡

মনের দামে কিনি আকাশ

আকাশে বান্ধি ঘর,

উথাল হাওয়া খোলা বাতাস

অচেনা সব আপন-পর!

চেনা আকাশ চেনা মন

চেনা অলিগলি,

চেনা জন চেনা সুখ

আমি সুখী কেমনে বলি?

               ♡

কবিতা- ৫

*যে আমাকে ভালোবাসে না*

            ♡

যে আমাকে চায় না

ভালোবাসে না

আমি তার ছায়া মাড়াই না-

হোক সে প্রেমিকা,

স্বর্গের অপ্সরা অথবা

ডাগর আঁখির সুনয়না।

যে আমাকে ভালোবাসে না-

আমি মনের বাগানে

গোলাপ বুনি না তার জন্যে,

যে আমাকে চায় না-

ফিরি না অমাবস্যায় আমি

কাঁদি না নির্জন কোন অরণ্যে!

              ♡

কবিতা- ৬

*বুকের ভেতর আবেগ*

          ♡

এই যে মেঘ -

মেঘের ভেতর বাড়ি,

বুকের ভেতর আবেগ,

সামলে রাখতে পারি?

ঝড়ো ঝড়ো বাতাসে

ঢলে পড়ে টাপুর-টুপুর

কখনও হাওয়ার ঘনঘটা,

ভালোবাসা আসে

টানাপোড়েনে ভরপুর

আচমকা টলোমলো এই মনটা! 

           ♡

কবিতা- ৭

*আর ফেরা হবে না*

          ♡

বাতাসে বাতাসে গন্ধ আসে

ফিরে ফিরে আসে

তোমার না-বলা কথামালার

বিমূর্ত মুহূর্তের ছন্দ;

কত দিন কত কাল আমাদের দেখা নেই

কথা হয় না মনে হয় বহু যুগ

হয়তো তোমার আমার আর ফেরা হবে না

আগাছায় বাগান ঘেরা, হারিয়েছে গোলাপ-গন্ধ!

                    ♡

কবিতা- ৮

*শুধু তোমাকে ভুলতে পারি না*

                   ♡

মন মাতানো জোছনা ভরা রাত

লক্ষ-কোটি তারাদের মেলায় জোনাকির নিত্য আনাগোনা

বসন্তের বাগানে গোলাপের মাতাল ডাক

গোধূলির আকাশে রঙধনু পেরিয়ে সুখী পাখিদের নীড়ে ফেরা

সবই বেমালুম ভুলে যেতে পারি প্রিয়তমা

শুধু তোমাকে ভুলতে পারি না!

তোমার নামে গেঁথেছি আমি

মাতাল হাওয়ার নেশাতুর মুগ্ধ আঙিনা!

                   ♡

কবিতা- ৯

*তুমি ডাকলেই*

                   ♡

তোমাকে ভেবেই আমার দিন কেটে যায়-

তুমি যদি হাসি ছড়িয়ে দাও

কোকিলের ডাকে বসন্ত কাঁপে,

তুমি যদি হাসি ছড়িয়ে দাও 

জোছনার স্নিগ্ধ আলোয় জোনাকিরা নায়

তারারা সব আমায় ডাকে,

তুমিহীনা এই বিকেলে বেঁচে থাকা দায়

তোমাকে ভেবেই আমার দিন কেটে যায়

তুমিহীনা এই ফাগুনে কেমনে ফাগুন আসে

তুমি ডাকলেই ফুল বাগানে ভ্রমর নিত্য নাচে।

                 ♡

কবিতা- ১০

*অহেতুক সলতে ফুরায়*

                ♡

আহা! কতদিন কোন সুখবর পাই না

পাই না কোন ক্ষণ শুধু হাসবার,

কতদিন হলো বিকেলের হাসিমাখা রোদ দেখি না

দেখি না সকাল স্নিগ্ধ হবার,

ক্ষণ যায় বেলা যায়, যায় দিবা-রাত্রি 

তোমাকে ভাবি ভাবতেই থাকি

অহেতুক সলতে ফুরায় নিদ্রা জাগি

হয় না ভোর

বলো প্রিয়া

তোমার হাতে কেমনে হাত রাখি!

          ♡ ♡ ♡

Comments

    Please login to post comment. Login