পোস্টস

কবিতা

ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৮)

১৭ জুন ২০২৪

পার্থসারথি

ভালোবাসার গুচ্ছ কবিতা (সিরিজ- ৮)

কবিতা- ১

*আমি কবি নই*

              ♡

আমি কবি নই 

তবুও কেন যে কবিতা আসে

আমার হৃদয়ের কলম ছুঁয়ে,

আমি কবি হ'তে চাই না 

প্রিয়তমা কবিতা আসে জানি না কোন্ সর্বনাশে

এই অধম লেখকের দুঃখ বেয়ে বেয়ে!

             ♡

কবিতা- ২

*কেন এমন হয়*

             ♡

কেন এমন হয়

তোমার নামে জপলে সময়

গোলাপ বাগে বসন্ত আসে 

উতাল হাওয়া বয়!

কেন এমন হয়

তোমার নামে আঁকলে হৃদয়

চাঁদ জাগে জোছনা ভাসে

তারায় তারায় জয়!

            ♡

কবিতা- ৩

*তোমাকে ভুলিনি প্রিয়তমা*

           ♡

তোমাকে ভুলিনি প্রিয়তমা

ভুলিনি তোমার ডাক,

হয়তো ভালোবাসিনি হয়নি কভু দেখা 

আজ ভালোবাসা থাক।

ভালোবাসা আমার কাছে

এক আকাশ তারা,

থাকুক তারারা আকাশেই থাক

আমার জীবনগল্প সারা!

            ♡

কবিতা- ৪

*ধ'রে রাখবে কি তুমি*

            ♡

আমার এই দু'হাত

ধ'রে রাখবে কি তুমি

যদি আমি হারিয়ে যাই

অধরা বিকেলের না-ফেরা কালে!

আমার এই দু'হাত

ধ'রে রাখবে কি তুমি

যদি আমি নিঃশেষ হয়ে যাই

অথবা হই নিরব কবি বসন্ত ফাগুনে!

               ♡

কবিতা- ৫

*প্রিয়তমা, তোমাকে নিয়ে*

              ♡

প্রিয়তমা, 

তোমাকে নিয়ে অনেক কথা অনেক গাঁথা

জমা আছে বুকে,

তোমায় নিয়ে হাজার কবিতা

থাকবো বলে সুখে!

প্রিয়তমা,

তোমায় নিয়ে এখন আমার

হাজার গানের শোক,

তোমায় নিয়ে গাইবো আমি

লোকে জানবে? জানতে থাকুক!

              ♡

কবিতা- ৬

*এই এখানে*

             ♡

এই এখানে বসন্ত বাগানে

দেখেছি তোমায় সংগোপনে

এই এখানে মাতাল হাওয়ায় 

ছুঁয়েছি তোমায় আনমনে,

এই এখানে বসন্ত বাগানে

রেখেছি আমি আমার হৃদয়

এই এখানে ফাগুন হাওয়ায়

বেঁধেছি ঘর নেইকো ভয়!

             ♡

কবিতা- ৭

*তুমিহীনা নীল গগনে*

             ♡

ওড়িয়েছি প্রেমের ঘুড়ি

তোমার হৃদ্ আকাশে

কুঁড়িয়েছি লক্ষ নুড়ি

দুঃখ ওড়াই বাতাসে,

জানি তুমি আসবে না কখনও

গোলাপবিহীন ফুল বাগানে

ফাগুন হাওয়ার মুগ্ধটানে,

জেনো তুমি প্রিয়তমা তুমিও

তুমিহীনা নীল গগনে

চেয়ে র'বো দু'নয়নে!

              ♡

কবিতা- ৮

*তবুও তোমারই আছি*

             ♡

ফড়িং ওড়া দিন ডুবেছে সেই কখন

যেদিন আমি ডিঙিয়েছি ছেলে-বেলা 

ফিরে আর আসবে না সে আমি জেনেছি,

তোমাকে ভালোবাসার বসন্ত আর উঁকি দেয় না

সংসারের হাঁড়ি-কড়াইয়ের তেলে ডুবিয়েছি মন

তোমার তো হলাম না তবুও তোমারই আছি।

             ♡

কবিতা- ৯

*ছুঁয়ে দেখনি আমার হাত অথবা হৃদয়*

            ♡

ঘোর অন্ধকারেও পেয়েছি আলো

অমাবস্যা মানেনি চাঁদ

জোনাকিরাও দল বেঁধে দেখতে এসেছিল আমাকে

গোলাপের হাওয়া লেগেছিল ফুলহীন বাগানে!

শুধু তুমি, একলা বলা প্রিয়তমা

দেখতে আসোনি

ছুঁয়ে দেখনি আমার হাত অথবা হৃদয়

বলোনি কোন কথা 

কেন আমি বিষন্ন এই বসন্তে

চির-দুঃখী একলা এখানে!

            ♡

কবিতা- ১০

*মনের ভেতর হাজার দুঃখ*

            ♡

মনের ভেতর একটি নদী

বহে নিরবধি,

মনের ভেতর একটি আকাশ

চলে সূর্যডুবি,

মনের ভেতর একটি রাত

নেইকো কোন চাঁদ,

মনের ভেতর হাজার দুঃখ

ফোটে না প্রভাত!

          ♡

কবিতা- ১১

*বুঝেছো কি দুঃখ কেমন*

            ♡

তুমি প্রিয়া কদম গোঁজ 

কৃষ্ণ-গুচ্ছ চুলের ডগায়,

দুঃখ ভুলতে সুখ খোঁজ

বৃষ্টিস্নাত প্রবল বর্ষায়!

খুঁজেছো কি মনের মানুষ

মনের ঘরের আঙিনায়?

বুঝেছো কি দুঃখ কেমন

মনের ভেতর বর্ষাধারায়!

          ♡

কবিতা- ১২

*ডেকো না আর প্রিয়তমাকে*

          ♡

বিষন্ন মন, বিষন্ন প্রহর, বিষন্ন দিন

বেলা শেষে ডেকেছি আমি পূর্ণিমা চাঁদ

ভেবেছিলাম নাইবো একবার পূর্ণিমার আলোয়

আমার বিষন্ন প্রহরে চাঁদ এঁকে দিলো ঋণ;

বিষন্নতার মহাস্নানে বিষন্ন যেন পূর্ণিমা রাত

আহারে বিষন্ন, ডেকো না আর প্রিয়তমাকে 

ডেকো না আলো-ঝলঝল পূর্ণিমা প্রভা

বিষন্ন প্রহর শুষে নেয় সকল সুখ

আর তোমায় নাইবা ডাকি

সুন্দর হোক শুভ হোক তোমার সকল প্রভাত!

                   ♡

কবিতা- ১৩

*আমি শুধু বসন্ত নয়*

                   ♡

আমাকে উপেক্ষা করে চলে যাবে তুমি?

এত সহজ নয়!

আমি দ্রোহের কবি

প্রীতিলতা আর সূর্যসেনের ভবি।

আমাকে উপেক্ষা করে চলে যাবে তুমি?

আমি শুধু বসন্ত নয়

গোলাপের কাঁটা অথবা মিছিলের গান 

অথবা বলতে পারো স্লোগান, সবই!

                   ♡

কবিতা- ১৪

*উদাস গোলাপ দোলে*

                 ♡

এই অবেলায় বসন্ত ফেলে

এসেছি তোমার দ্বারে

ভ্রমরের গুনগুন তানে

জানি না কে ভালোবাসবো কা'রে,

বাগানের হাওয়া বইবে ব'লে

উদাস গোলাপ দোলে

প্রিয়তমা আমার আমার সখিগো

এসো কাছে ভালোবাসিলে!

                   ♡

কবিতা- ১৫

*তোমার দেখা না পেলেই*

                 ♡

তোমার দেখা না পেলেই-

কষ্টগুলো মিছিল করে

বুকের পাঁজরে হাঁটে;

আঘাতে আঘাতে আমি নীল হয়ে যাই।

তোমার দেখা না পেলেই-

চোখ দুটো উৎকন্ঠায়

ভীষণ অধীর হয়ে ওঠে;

পথ হারিয়ে আমি একা হয়ে যাই।

তোমার দেখা না পেলেই-

কষ্টগুলো উচ্চমানের পুষ্টি পেয়ে যায়;

কষ্টের সংখ্যা দ্রুত বাড়তে থাকে

আমার উচ্ছ্বাস ব্যথার ছোঁবলে চুষে নেয়।

তোমার দেখা না পেলেই-

গোধূলীর প্রাণকাড়া পাখির কলকাকলি,

শুভ্র মেঘে মেঘে শরতের খেলা,

ভালোবাসার চঞ্চলতায় ফাগুনের ছবি,

জোড়া-শালিকের ঠোঁট ছোঁয়া মুহূর্ত,

সবকিছুই অতি সাধারণ হয়ে যায়।

তোমার দেখা না পেলেই-

যুগ যুগ বেঁচে থাকার ইচ্ছের মৃত্যু হয়,

মিছিলের কথা বেমালুম ভুলে যাই;

ভুলে যাই নিজেকে নিজের অবহেলায়।

              ♡♡♡♡♡