পোস্টস

কবিতা

গতিহীন অতি

১৭ জুন ২০২৪

ডাঃমোঃ তরিকুল ইসলাম

মূল লেখক ডাঃমোঃ তরিকুল ইসলাম

অতি আবেগে বিবেক নষ্ট, আবেগহীনে মন ভ্রম পুষ্ট 
অতি লোভে তাতী নষ্ট, লোভহীনে স্বপ্ন পথভ্রষ্ট 
সময় নষ্ট অপেক্ষা শেষে, জীবন নষ্ট কিসে?
খোঁজ ভুলা মন  পাবে  জীবন মাঝে!

অতি আদরে বাদড় বানায়, অতি শাসনে জেদী
অতি সুখে নিয়ন্ত্রণ হারায়, অতি কষ্টে পাথর 
অতি মায়ায় দুর্বলতা যে শেষে , জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে

অতি অর্থে নির্ঘুম আসে, অর্থ হীনে দুঃখ ভাসে 
অতি চিন্তায় মুক্তি নাহি আসে, শান্ত মনে সবই ভাসে 
অতি বুদ্ধিতে চোর যে শেষে,  জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে

অতি কথায় মর্ম শূন্য,   কথা শূন্যে অচল পণ্য 
অতি কর্মে ভুলে পূর্ণ,  কর্ম শূন্যে অলস বন্য
অতি অভিব্যক্তিতে ভুল যে শেষে,  জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে!

অতি উল্লাসে আনন্দ নষ্ট,অতি বিরহে জীবন 
অতি পরিকল্পনায় কর্ম নষ্ট, পরিকল্পনা হীনে সবই উচ্ছিষ্ট 
অতি নকশীতে ভুল যে শেষে,  জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে! 

অতি প্রেমেতে প্রেমিক শূন্য,  প্রেমিকা ধন্য মিছে 
অতি আশাতে দুঃখ বাড়ায়, আশাহীনে পথ শূন্য 
অতি ভালবাসাতে ভুল যে শেষে, জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে!

অতি শান্তিতে একঘেয়েমি আসে, শান্তিহীনে খোদা মিছে 
অতি ভোগে মানুষ নষ্ট, ভোগহীনে মন নাহি তুষ্ট 
অতি তৃপ্তির আশে, ভুল যে শেষে ; জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে!

অতি অহংকারে মনুষ্যত্ব নষ্ট,  অহংকারহীনে জৌলুস 
অতি নমো তে শির নষ্ট,  নমোহীনে পদ শূন্য 
অতি আচারে ভুল  যে শেষে, জীবন নষ্ট কিসে? 
খোঁজ ভুলা মন পাবে জীবন মাঝে!

 

উৎসর্গঃ আমার আম্মা শামসুন্নাহারকে।

ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। তারিখঃ৩/১১/২৩,,১১.৩৩ PM.