আলো নেই, অন্ধকার ; নির্বিকার হাঁটছে সময়
বুঝে নিতে পারেনি মানুষ
তাই তার দোদুল্যমান সময়ের অবয়ব
ব্যথা বেদনার কাব্যগুলো সম্মুখ প্রতীক এক
চোখের কুয়াশা ঠেলে ম্রিয়মাণ বলছে কেহ
এ সবুজ নিখিল ক্রমাগত পুড়ছে অনলে
ভয় জাগা কালো অন্ধকারে ডুবে যাচ্ছে দ্রোহ
জাগাবার বাঁশিওয়ালা কই?
আছো কোনো কালের রাখাল?
শূন্যতা নিয়ে ফিরতে চায় না মন
এসে জাগিয়ে যাক কোনো কালের পথিক।