নীহারিকা ছিল শহরের নামী সংগীতশিল্পী, যার কণ্ঠে ছিল এক অদ্ভুত মাধুর্য। তার গান শুনতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসত। অরুণ ছিল একজন সাদাসিধে যুবক, যার জীবন কাটত শহরের বাইরে এক গ্রামে। সে ছিল একজন উদ্যমী কৃষক, যার স্বপ্ন ছিল গ্রামকে উন্নতির পথে এগিয়ে নেওয়া।