-কেন এসেছো?
-তোমার বাবা কি ভাববে বলোতো?
-বাবা যা ভাবার ভেবে নিয়েছে।
-এখনো রাগ কমেনি?
-পাশে মহিলা বসার কথা
-ডাকো তাহলে সুপারভাইজার কে
-বুঝলাম না তুমি আমার পিছু পিছু যাচ্ছ কেন?
-পিছু পিছু কই, পাশাপাশি যাচ্ছি।
-কথার কাউন্টারে কথা ঠিক ই বলতে পারো, শুধু
-শুধু কি?
-কিছু না
-আরও অনেক কিছু পারি।
-যেমন?
- কিছু না
- নামবে কোথায়? ফেনী, ঢাকা নাকি শরীয়তপুর?
-বউকে নিয়ে যাচ্ছি অনেক দূর
বউ আমার থাকে ফরিদপুর
- দুটো লাইন মেলালেই কবি হওয়া যায়না
-কোনো শব্দই না মিলিয়ে কবিতা পেয়ে গেছি, আমার আর কবি হওয়া লাগবে না।
- এসব কথা বলে প্রেমিকা পটানো যায়, বউ না।
-সব বউই প্রেমিকা, সব প্রেমিকা বউ না।
-পদ্মা সেতু আসলে বলোতো।
-একই বস্তু আর কত বার দেখবা?
-তুমি আর তোমার সকল বউ, প্রেমিকা সহ লাফ দিবে।
-লাফ তো দেয়াই যায় তুমি সাথে থাকলে ,কিন্তু ম্যাম এর রোগীদের কি হবে?
130
View