আমি আমার জন্য কিছুই চাইনি গোলাপী আলতা মেয়ে,
কোনো কালেই কিছু চাইবার নেই আমার, আজও নয়।
আমি কিছুই চাইছিনা মেয়ে।
কিন্তু খুব করে চাই এ শহরে অল্প কিছু ঘাসফুল বেঁচে থাক,
মেয়ে তুই খালি পায়ে হাটঁতে চাইলে ঢালাইপিচ বেমানান।
ঘাস-দূর্বা আমি তোর জন্য চাইছি মেয়ে।
কিন্তু আমি খুব করে চাই কাঠ পোড়া দাবদাহে একটু জল,
মেয়ে তুই হাত ধরে জলে ভিজতে চাইলে কুলিন ঝর্ণা বেমানান।
ভরা বর্ষা আমি তোর জন্য চাইছি মেয়ে।
কিন্তু খুব করে চাই শহরের বুক চিরে শীতল টলমলে পাড়তোলা নদী,
মেয়ে তুই পা ভিজিয়ে দিনমান বসতে চাইলে তুরাগ বেমানান।
তেমন নদী আমি তোর জন্য চাইছি মেয়ে।
কিন্তু আমি খুব করে চাই ইট-ইমারতের ফাঁকে খোলা অরণ্য,
মেয়ে তোর ফড়িং লুকোচুরি খেলতে আমার ঘর বারান্দা বেমানান।
শহুরে জঙ্গল আমি তোর জন্য চাইছি মেয়ে।
পেট ভর্তি ভালোলাগা জমাতে নয়, আমি চাইছি মেয়ে তোর জন্য.....
চাইছি তোর জন্য দমখোলা শহর।
আমি এ শহর থেকে আমার জন্য কিছুই চাইনি কখনও,
চাইছি তুই সবুজ থাক, আমার বুকে।।
26 May 2015