Posts

কবিতা

শিক্ষার আলো অন্দরে

June 18, 2024

ডাঃমোঃ তরিকুল ইসলাম

Original Author ডাঃমোঃ তরিকুল ইসলাম

103
View

শিক্ষার আলো জ্বলেছে আজ ঘরে ঘরে,  নিভেছে মনের অন্দরে
জোয়ার এসেছে লোক দেখানোর,  ভেসেছে সব মনন্তরে
মানবতা মরে পথে পথে, নৈতিকতা মরে বিদ্যাপীঠে  
উদ্ভট আজ আদর্শ সাজে,  বানর নাচের  নৃত্য সাথে

গুরু যদি পৃষ্ঠ খুলে, শিষ্য দেখে নৃত্য ছলে 
মানবতা কেমনে বাঁচে?  অধুনা সমাজে!

শিক্ষার আলো জ্বলেছে আজ ঘরে ঘরে, নিভেছে মনের অন্দরে
কোমল মনে জটিল চিন্তা,  দিয়ে দিচ্ছে সব ভন্ডরে
ভন্ড করে পন্ড করছে শালীনতা আর সংযমে!

ধৈর্য কবে উভে গেছে,  শিক্ষা বাতির নিচে
আলো আছে চোখে মুখে,  কালি যাচ্ছে ভিতর মিশে
কোমলে মিশে কালি হাঁসে,  আসবে বল কেমন সাজে?
নম্রতা তাই ভেসে আছে, ধোয়ার ছলে ছলে
দয়া আজ কাঁদে শেষে সহায়হীন আর্তনাদে!

মানব দেহে চক্ষু নিয়ে যেমন মজে, নিমজ্জিত গর্দভ হাঁসে
শিক্ষা নিয়ে মজে তেমন, আছে কতক গর্দভ যখন
হাসির ছলে ডুবিয়ে দিল জাতির রত্মধন!


উৎসর্গঃ আমার মৌলিক গুণের গুরু আমার আম্মা শামসুন্নাহার কে


ডাঃমোঃ তরিকুল ইসলাম 
সহকারী রেজিস্ট্রার 
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল 
তারিখঃ ০৯/০৬/২৪, ৫.৩০pm

Comments

    Please login to post comment. Login