Posts

কবিতা

আদম কথন

June 18, 2024

Nafis Istiak Emon

Original Author নাফিস ইসতিয়াক ইমন

অ্যামিবার জন্মদিনে জন্মেছিল আমাদের প্রেম;

অথবা তারও আগে ভুলে গেছি প্রকৃত সময়-

মানুষ আদম আমি সহজাতভাবে ওই খোদার খাদেম

তাঁর কৃপা পেলে, হাওয়া- তোমার আমার হবে শুভ পরিণয়।

জানি না জেদ্দা কই?কতদূর? যাবো কোন্ দিক?

দীন এ দৃষ্টিসীমা নারিকেল গাছ থেকে সাগরের জল-

ভাবতে ভালোই লাগে আমি এক যাযাবর দুস্থ নাবিক!

মাটি তবে পাটাতন? মৃত জাহাজের মত এই সিংহল?

ধীরে ধীরে পৃথিবীটা হয়ে উঠে গোলাকার একটি আপেল;

কে যেন চেঁচিয়ে বলে,’ দ্রুত এই ফল করো গলাধঃকরণ।’

নেপথ্যে থাকা সেই অযাচিত কন্ঠের আশ্বাস কত এরিয়েল-

শরীরে লেপ্টে থাকা অবাধ্য অতীত থেকে সেই সব বুঝেছি এখন।

যার করা অসুস্থ আবদারে গন্দম ছুঁয়ে দিল এই গলবিল-

তবুও তাহার কথা মনে হলে এ হৃদয়ে ডানা মেলে ওড়ে জিব্রিল!

Comments

    Please login to post comment. Login