Posts

কবিতা

হেমলক

June 18, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

120
View

হেমলক

রাফাত আহমেদ 

কেউ একটু হেমলক এনেদিক
আমি খেয়ে এক দীর্ঘ বিশ্রাম নিই
তারপর বই হয়ে আসলে
সে আমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখুক
আমার প্রতিটি পৃষ্ঠায় তাঁকে নিয়ে কত দীর্ঘ প্রেম নিবেদন!
যদি আমি আসি ঘুমন্ত অবস্থায় 
তাহলে সে আমার মস্তিষ্ক কেটে দেখুক,,
আমার মস্তিষ্ক তাঁর সৌন্দর্যের চিন্তা করেই কাটিয়েছে
পার্থিব সময় গুলি।
যদি আসি এক পিন্ড মাংস হয়ে
তাহলে সে দেখুক
আমার প্রতিটি কোষের গঠন,
নিউক্লিয়াসটাও রাখতো তোমার তথ্য।

Comments

    Please login to post comment. Login