পোস্টস

কবিতা

হেমলক

১৮ জুন ২০২৪

রাফাত আহমেদ

মূল লেখক রাফাত আহমেদ

হেমলক

রাফাত আহমেদ 

 

কেউ একটু হেমলক এনেদিক
আমি খেয়ে এক দীর্ঘ বিশ্রাম নিই
তারপর বই হয়ে আসলে
সে আমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখুক
আমার প্রতিটি পৃষ্ঠায় তাঁকে নিয়ে কত দীর্ঘ প্রেম নিবেদন!
যদি আমি আসি ঘুমন্ত অবস্থায় 
তাহলে সে আমার মস্তিষ্ক কেটে দেখুক,,
আমার মস্তিষ্ক তাঁর সৌন্দর্যের চিন্তা করেই কাটিয়েছে
পার্থিব সময় গুলি।
যদি আসি এক পিন্ড মাংস হয়ে
তাহলে সে দেখুক
আমার প্রতিটি কোষের গঠন,
নিউক্লিয়াসটাও রাখতো তোমার তথ্য।