Posts

কবিতা

সকতারে ওই কাঁদিছে ইশ্বরী-রাফাত আহমেদ

June 18, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

191
View

সেই কবে কোন বাইশের শীত শীত কুয়াশার রাজশাহী

আজ তপ্ত দুপুরের বাস্তবতায়

আমি চিরযৌবনা। 

তোমাকে ভালোবেসে যাচ্ছি। 

এক রাশ অবহেলার চাদর ডিঙিয়ে আমি তোমাকে অনবরত ভালোবেসে যাচ্ছি। 

যত টুকু আগুন ভালোবাসে কয়লা কে।

সৃষ্টিকর্তা ভালোবাসে তাঁর হাতে গড় সকল জীব কে।

কখনো রাতের আঁধারে মনে হয়নি হারিয়েছো তুমি।

হঠাৎ করে সকালের আশা তুমি বার বার স্বপ্নে দেখিয়েছো।

দিনপঞ্জির প্রত্যেকটা দিনের হিসাব জানে তোমাকে ভালোবেসে কত সময়ের অপেক্ষা

তোমাকে একটু একটু করে কান্নার অধিকারে পেতে চাই। 

কখনো জড়িয়ে কান্না

কখনো বুকে মাথা রেখে কান্না

কখনো দূর থেকে তোমার কথা মনে করে কান্না

কখনো তোমার জন্য কান্না 

সব কান্নার একটা সমুদ্র হোক সেখানে মিশে যাক আমাদের দুঃখ 

তীর থেকে আমরা দুজন বিদায় দিই দুঃখ

বলতে বলতে ফিরে আসি

ভালোবাসি।

Comments

    Please login to post comment. Login