হে বিষন্ন শহর,হে তৃষ্ণার্ত কাক,হে যৌবনবতী নদী
আজ আমার মন ভালো নেই
শহর জুড়ে নৈশব্দ,কখনো সখনো একটু ফিসফাস
প্রেমিকার ঠোট ছেড়ে ফিরে যায় প্রেমিক
রাগী বাবা আজ বখে যাওয়া ছেলে কে বকে না
মা সাবধানে ভাত দেয়,
টুংটাং শব্দে শহরের নৈশব্দ ভাংতে চায় না যেনো
পাশের গলির কানে শুনতে না পাওয়া দাদুটা আজ তার বিধবা মেয়ের খোজে ফোন দেয় না
কেউ আজ বাতাবি লেবুর ভালো ফলনের খবর শুনে না
পাশের বাসার মেয়েটা সন্ধায় গানের রেওয়াজটাও করে না
সবাই বুঝে গেছে,এখন নৈশব্দের সময়,
এখন চুপ করে শব্দহীনতাকে ভালোবাসার সময়
এখন কবির হারানোর শব্দের শোকে মৌন থাকার সময়
চুপিচুপি কাকটা বলে গেছে
রাস্তার পাশের অই খুটিটাও জেনে গেছে
আজ কবির মন খারাপ,
কবি আজ নি:শব্দে বলছে মন খারাপের গল্প!