পোস্টস

চিন্তা

রাসেল ভাইপার ও সম্প্রতি আতংক

১৯ জুন ২০২৪

লবেরু

 

রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের খবর সকলেই শুনেছেন। এটা কতটা মারাত্নক সেটাও এখন আর কারো অজানা নয়।

ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের ভয়ঙ্কর চারটি সাপের একটি। 

বিভিন্ন অঞ্চলে এই সাপ  ক্রমাগত ছড়িয়ে পরছে এবং দ্রুত বংশ বিস্তার করছে। এখন নতুন পানির আগমনের ফলে নদী তীরে ভ্রমন পিপাসু দর্শনার্থীর আনাগোনা বেশি হবে।

নদী তীরবর্তী ফসলী জমি ও চরাঞ্চলে এই সাপের অস্তিত্বের সম্ভাবনা সবচেয়ে বেশি।  

রাত বিরাতে চলাচলের সময় ক্ষেতখামারে কাজ করার সময় সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ অনুরোধ করা যাচ্ছে।

চন্দ্রাবোড়ার বিষ হেমাটোটক্সিক, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। চন্দ্রবোড়ার বিষ ফুসফুস, কিডনি নষ্ট করে দেওয়ার মতো বিভিন্ন জটিলতা তৈরি করে। চন্দ্রবোড়া সাপের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়।

যে কোন সাপের কামড়ে কেউ আক্রান্ত হলে কোন ঝাড়ফুঁক ওঝা বৈদ্যর কাছে না গিয়ে হাসপাতাল যাওয়ার জন্য বিশেষ ভাবে বলা হলো।

লুপাস অ্যান্টিকোয়াগুল্যান্ট নামে গর্ভপাতকারী এক রোগ নির্ধারণের পরীক্ষায় (ডাইলিউট রাসেলস ভাইপার ভেনম টাইম টেস্ট) চন্দ্রবোড়ার বিষ ব্যবহৃত হয়।

সকলকে সতর্ক করা হলো