Posts

গল্প

মাদার তেরেসা

June 19, 2024

আহাদ কনক প্রত্যয়

181
View

মেয়েটা সত্যিই অন্যরকম, শুধু যে বলার জন্য বলছি এমন না; আসলেই অন্যরকম। তার মনে কোনো প্রকারের জটিলতা কুটিলতা নেই৷ সহজ সরল বলতে যেমন বোঝায় ঠিক তেমনই। তার প্রতি আমার ভালো লাগার কথা আগেও বেশ কবার বলেছি, কিন্তু প্রেম ভালোবাসার মতো ভঙ্গুর বিষয়ে তার বিশেষ আস্থা নেই।

ছোটবেলায় পড়া মাদার তেরেসার জীবনী এমনভাবেই তার দৃষ্টিভঙ্গি পালটে দিয়েছিলো যে, সে  অল্প বয়সেই পণ করেছিলো - কখনো বিয়ে করবে না। মাদার তেরেসার মতো মানুষের সেবা করবে। সব সময় নিজের এই কথা রাখতে চেষ্টা করে গেছে; কখনো প্রেম নামক বস্তুটাকে ছুয়েও দেখেনি, এমনকি মানব সেবায় নিয়োজিত হতে নার্সিং-এ ভর্তি হয়েছে।

এদিকে, আমিও নাছোড়বান্দা - তাকে কোনো মতেই ছাড়তে চাই না৷ সাথে সাথে, এও চাইনা, তার এতো কালের স্বপ্ন অপূর্ন থেকে যাক। তাই তাকে সরাসরি বলেই বসলাম, চলো আমরা বিয়ে করি। আমাদের মেয়ে হলে নাম রাখবো 'তেরেসা'৷ সবাই তোমাকে 'মাদার তেরেসা' বলে ডাকবে। তিনি স্মিত হেসে  উত্তর দিলো, "এভাবে না হয় 'মাদার তেরেসা' হলাম, কিন্তু তোমার সেবা করলে কি আর মানবসেবা হবে?  সেটা বাদরসেবা হয়ে যাবে না?"

Comments

    Please login to post comment. Login