পোস্টস

কবিতা

সাম্প্রতিক কবিতা (প্রিমিয়াম)

১৯ জুন ২০২৪

সাজ্জাদ বিপ্লব

সাম্প্রতিক কবিতা
১. কবিতাজ্বর
……….

আমি কি ফিরে আসছি কবিতায়?
না-কি কবিতা ফিরে আসছে, আমায়?

ভর করছে, আমার কাঁধে
আমার জ্বর করছে, আমার ডর করছে

৬.১২.২৪
স্মিরনা, আটলান্টা



২. মন্তব্য
………..

মন্তব্যগুলো দারুণ…

উড়ে যাচ্ছে গন্তব্যের দিকে

ঘিরে ধরছে চতুর্পাশ, চতুরের মতো

আমি ডুবে যাচ্ছি, দূরে, নায়াগ্রায়

অনিচ্ছায়, অনিদ্রায়…

৬.১২.২৪
স্মিরনা, আটলান্টা।



৩. ইচ্ছেরা
.……..

কিছু-কিছু ছবি--
দেখলেই, ইচ্ছে করে…

কিছু-কিছু ছবি--
দেখলে, ইচ্ছেরা মরে…

ইচ্ছেরা এমন কেনো!
ইচ্ছেরা এ মনে কেনো?

৬.১২.২৪
স্মিরনা, আটলান্টা



৪. স্বপ্ন ও দোষ
……….

স্বপ্নে কোন দোষ নেই
তবে, স্বপ্নদোষে কেন এতো ভয়

কেন এতো লাজ, লোকলজ্জা, সাজসজ্জা
এতো হাড়ভাঙা ক্ষয়?

স্বপ্ন মানে -- তোমাকেই জয়।

৬.১২.২৪
স্মিরনা, আটলান্টা



৫. ইতিহাস
……….

আমার কোন ইতিহাস নেই।
থাকে না। আমি ইতিহাসে থাকি না।

ইতিহাস থেকে উঠে আসি।
ইতিউতি থাকাই, আমার চারপাশে। কারা যেন হাসে?

কেউ কি হাসে? অলক্ষে--
কিম্বা লক্ষে?

আমি জানি না। মানি না। তাদের থাকা, না থাকায়
আমার কি যায় আসে?

আমার আগমন, গমন, দেখো, ভাসে, বাতাসে।

৬.১২.২৪
স্মিরনা, আটলান্টা

এটি একটি প্রিমিয়াম পোস্ট।