Posts

বাংলা সাহিত্য

অবাক শহর

April 20, 2024

শেখ মাহমুদ নিয়ন

Original Author শেখ মাহমুদ নিয়ন

250
View
অবাক শহরে মুগ্ধ প্রহরে, 
উষ্ণ ভালোবাস মিলায়!
হৃদি চায় যারে পায় না তারে,
বিষন্ন সন্ধ্যা ধূসরে হারায়!! 

এ শহরের যান্ত্রিকতা, 
ছুঁতে পায় না রিক্ততা!
অবহেলায় মৃত প্রেম,
বেঁচে থাকে ভীষণ বিষন্নতা! 

এ মন বারে বারে,
খুঁজে ফিরে তারে!
লক্ষ কোটি নক্ষত্রের ভীড়ে,
তারা হয়ে জেগে রই  আকাশের তরে!!

Comments

    Please login to post comment. Login