পোস্টস

গল্প

পরিচয় পর্ব

১৯ জুন ২০২৪

আহাদ কনক প্রত্যয়

: ওই কোকড়া চুল, তোর পরিচয় দে।
- আসসালামু আলাইকুম ভাই।
:শুধু আমারে সালাম দিলি, আশে পাশের ভাইগো কি কামলা মনে হয়?
- না ভাই।
: আবার পরিচয় দে।
- আসসালামু আলাইকুম ভাই সকল। ( এবার সবার দিকে তাকিয়ে)
:শুধু ভাইগো সালাম দিলি, আপুরা কি উইড়া আইছে? নাকি আপুরা তোর ব্যাচমেট লাগে?
-দুঃখিত ভাই। আবার পরিচয় দিচ্ছি।
:আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। আমি আহাদ কনক প্রত্যয়। আমার ছাত্র পরিচয় নং- ২****৭। গ্রামের বাড়ি- মানিকগঞ্জ৷ স্কুল- আবদুর রহমান খান উচ্চ বিদ্যালয়। এসএসসির ফলাফল- জিপিএ চার দশমিক আট নয় (৪.৮৯)।
-ওই দাড়া। কি কইলি তুই? এসএসসির 'ফলাফল'? ( সবাই উচ্চস্বরে হাসি) ভাইরে ভাই তুই কি বাংলায় এ+ পাইছিলি?
: নাহ ভাই।
-তাইলে এত কঠিন কঠিন বাংলা কস ক্যান?
:দুঃখিত ভাই।
-আবার বাংলা?
: সরি ভাই।
- এইবার ঠিকাছে৷ আবার শুরু থিকা ক৷
এভাবে মোটামুটি আধা ঘন্টারও বেশি সময় ধরে সেদিন আমার পরিচয় দিতে হইছিল। যাইহোক পরিচয় পর্বে- মজা ভাইয়েরাও পাইছিল, আর আমরাও পাইছিলাম।