সবটুকুই দিয়ে দেবো প্রাত্যহিক সূর্যালোক, আর
কোমল শীতল বায়ু, কিছুটা মেঘের নীল— সব।
আমার কাছে চাইলেই অনায়াসে দেবো নির্দ্বিধায়;
জানোই তো তোমার জন্যে আমার যা কিছু আয়োজন।
পাখির চেঁচামেচি দেবো, প্রকৃতির নির্মল সবুজ;
ধবল চাঁদের জোছনা রেজিস্ট্রি করে দেবো তোমায়—
প্রয়োজন হলে চেয়ে দেখো আমার কান্না-হাসি
সর্বোপরি তোমায় দেবো টলটলে জল দু'চোখের
কিংবা রাতের স্বপ্ন তুমি আমার নিতে পারো তাও
নিতে পারো হৃদয়ে-জমা স্নিগ্ধ প্রেম গুলো
বস্তুত যা হারায়ে সম্পূর্ণ নিঃস্ব হয় মানুষ।