Posts

কবিতা

লেনদেন

June 19, 2024

সজীব জমশের আলি

Original Author সজীব জমশের আলি

69
View



 

সবটুকুই দিয়ে দেবো প্রাত্যহিক সূর্যালোক, আর 

কোমল শীতল বায়ু, কিছুটা মেঘের নীল— সব।

আমার কাছে চাইলেই অনায়াসে দেবো নির্দ্বিধায়;

জানোই তো তোমার জন্যে আমার যা কিছু আয়োজন।

পাখির চেঁচামেচি দেবো, প্রকৃতির নির্মল সবুজ;

ধবল চাঁদের জোছনা রেজিস্ট্রি করে দেবো তোমায়—

প্রয়োজন হলে চেয়ে দেখো আমার কান্না-হাসি

সর্বোপরি তোমায় দেবো টলটলে জল দু'চোখের

কিংবা রাতের স্বপ্ন তুমি আমার নিতে পারো তাও

নিতে পারো হৃদয়ে-জমা স্নিগ্ধ প্রেম গুলো

বস্তুত যা হারায়ে সম্পূর্ণ নিঃস্ব হয় মানুষ।

Comments

    Please login to post comment. Login