পোস্টস

চিন্তা

ঈদ ভাবনা

১৯ জুন ২০২৪

মহিউদ্দিন শাকিল

মূল লেখক শাকিল তালুকদার

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ছোটবেলায় আমরা একে বড় ঈদ বলে সম্বোধন করতাম! এই যে বছর ঘুরে দুটো ঈদ আসে, একটি প্রায় এক বছর পর এবং অন্যটি দুই মাসের মাঝামাঝি সময়ে। এটি আসলে আমাদের ভেতর কেমন নাড়া দেয়? অনেকের মাঝেই দেখি ঈদ আসলে মনের ভেতর কেমন যেন দুঃখগুলো বেড়ে যায়। কোনকিছুরই ভাল লাগে না। ঈদ আর আগের মতন নাই ইত্যাদি কথাগুলো বলতে। আবার অনেকেই গোপনে কান্নাকাটিও করেন। কিন্তু ঈদে তো আমরা সবাইকে আনন্দের শুভেচ্ছা জানাই কিন্তু সবার মাঝে এত দুঃখ কেন? সত্যি কথা বলতে প্রতিবার আনন্দের দিনগুলো আসে আমাদের মাঝে কিছুটা শূন্যতা নেই। এই যেমন আজ থেকে ৬ বছর পূর্বে আমি আমার দাদাকে হারিয়েছি। এর ঠিক এক বছর পর নানাকে। পরের বছর আবার দাদীকে। এই যে হারানোর বেদনা এগুলো আমরা কখন অনুভব করি যখন আমরা কোন আনন্দের ভেতর দিয়ে যাই। অনেক পরিবার হয়তো এই ঈদের দিনেও আর্থিক সংকটে আছেন। ছেলেমেয়েদের জামাকাপড় কিনে দিতে পারেননি। আবার যে সন্তান এই খুশির দিনে মা বাবা বা তাদের দুজনের যেকোনো একজনেকে হারিয়েছেন তার ঈদটা তো অবশ্যই দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই আসবে তাই না? এই অভাব কীভাবে পূরণ করবেন তাদের? কিন্তু এতসব দুঃখজনক বিষয়গুলোর মধ্যে অন্য যে বিষয়টি আরো বেশী জটিল করে ফেলে সেটি হচ্ছে পারিবারিক অশান্তি বা দ্বন্দ্ব। এটিকেও আপনি কীভাবে সমাধান করবেন? এই যে আমরা ভ্রাতৃত্ব, প্রেম বা ত্যাগের কথাগুলো বলি এগুলো কী সত্যিই আমাদের মাঝে তেমন প্রভাব বিস্তার করতে পেরেছে? আমার কাছে ওরকম মনে হয় না। এই আনন্দ দিনগুলোতেও আমাদের সেভাবে একত্র করতে পারেনি। এজন্যও হয়তো আমাদের সবকিছু থেকেও সেগুলো না থাকার মতনই মনে হয়। যার ফলেও আমাদের মনের ভেতর হাহাকারগুলো বেড়ে যায়। যাইহোক, এতক্ষণ আজাইরা বকবক কারার জন্য দুঃখিত। যা বললাম তা নিছক মনের খেয়াল। তবে আমার কাছে মনে হয় এই একটি বিশেষ দিনে আমাদের মন খারাপের ভেতর যে বিষয়টি আজীবন পীড়া দিবে সেটি হচ্ছে প্রিয়জন হারানোর বেদনা। পৃথিবীর কোনকিছুই যেটি পূরণ করতে পারবে না। সবাইকে আবারও ঈদুল আজহা শুভেচ্ছা। ঈদ মুবারাক ❤️ তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম! 🌙