একজন ডাক্তার এত এত টাকাপয়সা খরচ করে পড়াশোনা করেন। কিন্তু উদ্বেগের ব্যাপার, তিনি ডাক্তার না হয়ে অবশেষে হয়ে যান 'প্রশাসক' কিংবা 'পুলিশ'। কারণ? অর্থসম্পদ, সম্মান এবং ক্ষমতা। একজন ডাক্তার প্রত্যন্ত অঞ্চলে সেবা দিয়ে যে টাকা উপার্জন করেন তা নিয়ে তুষ্ট নন। তার নজর বিসিএস প্রশাসন। মূলত বৃটিশরা আমাদের রাষ্ট্র পরিচালনায় যে আমলাতান্ত্রিক শাসন কাঠামো রেখে গেছে, সেটা এখনও বহাল আছে। সরকারি চাকুরে যারা তারা জনগণ তথা বেসরকারিদের সাথে সেবক না হয়ে প্রভুসুলভ আচরণ করে। ফলে প্রভু হওয়ার লোভ কার না আছে? মানুষ মাত্রই সুযোগ পেলে প্রভু হয়ে বসে থাকে। ফলে ডাক্তার হতে চায় আমলা। ভালো এবং দক্ষ ডাক্তার আমাদের ভাগ্যে আর জোটে না।