পোস্টস

কবিতা

সে

২০ জুন ২০২৪

Sushanta Paul


সুশান্ত পাল

সে স্বাধীনতা চেয়েছিল
সে হতে চেয়েছিল অবাধ্য,
খারাপ কাজগুলো তাকে করেছিল
বেশি আকৃষ্ট।
সে মুক্তি চেয়েছিল
সে হতে চেয়েছিল মুক্ত,
অন্য সাধারণ মেয়ের মতো
হতে চাই নি শান্ত শিষ্ট।
সে নিজের জীবন চেয়েছিল
সে হতে চেয়েছিল তৃপ্ত,
আধুনিক মেয়েদের মতো
হতে চেয়েছিল তুষ্ট।
সে গতকাল আমার ছিলো
আজ সে অন্যকারো
আগামীকাল অন্যকারো হয়ে
প্রকাশ করবে তার বৈশিষ্ট্য।
সে আজ স্বাধীন
হয়েছে সবার অবাধ্য
সে আজ মুক্ত হয়ে
সবার জীবনে বিস্তৃত।
সে কারো হতে পারবে না
অনেকেই তার হবে,
সে তৃপ্তি খুঁজতে খুঁজতে
হবে না কখনো সন্তুষ্ট।