আঁমাকে মাঁছ ভাঁজাগুলো দিঁয়ে দেঁ।– ভূতের কন্ঠ সবাই স্পষ্ট শুনতে পেল। কেমন যেন নাকালো সুর। নাক দু'আঙুলে চেপে কথা বললে যেমন হয় ঠিক তেমনি। জবাবে কালিদাসের মা কাঁপা কাঁপা কন্ঠে অদ্ভুত সুরে বলল- তোকে মাছ ভাজা দিচ্ছি।
কালিদাসের মা গরম ছেনাটা হাতে নিয়েই ভূতের বাড়িয়ে দেয়া হাতে চেপে ধরলো। ভূতটা মাগো-বাবাগো বলে চিৎকার করে পালিয়ে গেল। মুহূর্তেই গাছের ডাল ভাঙার বিকট শব্দ হলো। হারিকেন হাতে সবাই বাইরে বেরিয়ে এলো। বড় আম গাছের বড় একটা ডাল ভেঙে মাটিতে পড়ে আছে। সবাই ভয়ার্ত চোখে ভাঙা ডালের দিকে তাকিয়ে আছে। তারপর আর কোনদিন এই বাড়িতে মাছের জন্য কোন ভূত আসেনি।...