পোস্টস

চিন্তা

পৃথিবীতে সবচেয়ে অবহেলিত সেই!

২০ জুন ২০২৪

Tanmi Shaharin

মূল লেখক তানমি শাহারিন

অনুবাদক তানমি শাহারিন

পৃথিবীতে সবচেয়ে অবহেলিত সেই,যে সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করে।নিজের জীবন উজার করে দিয়ে যে অন্যের ভালো টা ভাবে।এই পৃথিবীতে সবচেয়ে বেশী স্বার্থপর মানুষরাই সুখী।এরিস্টটল বলেছিলেন মানুষ রাজনৈতিক জীব,আর অনেক মানুষ আছে, রাজনীতি করে পরিবারে।নিজের স্বার্থে ব্যবহার করে কোনো বোকা লোককে।তারা জানে অভিনয় করতে পারলেই স্বার্থ হাসিল সম্ভব। আসলে বিবেকহীন মানুষ বেশী বলেই এ পৃথিবীতে নিঃস্বার্থ মানুষের মূল্য নেই।যে পৃথিবীতে ভালত্বের মর্যাদা নেই,ন্যায়ের শক্তি নেই,সে পৃথিবীতে অন্যায়কারীই রাজা হবে,এই বিষয়ে শতভাগ নিশ্চিত থেকেই ভালো কাজ করতে হবে।প্রজা হয়ে বেঁচে থাকার ইচ্ছে নিয়েই নিজেকে নিঃস্বার্থ হতে হবে।আর পৃথিবী ভোগ করতে হলে নেমে যেতে হবে রাজনৈতিক খেলায়,অভিনয়ে আর মিথ্যায়।মিথ্যায় যেতে না চাইলে,পৃথিবীর এই নিষ্ঠুর নিয়ম মেনে নিতে হবে।তারপর শুধু খারাপ মানুষ রাই ভালো থাকবে?শান্তি পাবে?না! 

প্রকৃতির প্রতিশোধ সব সময় সত্য,তাই প্রকৃতির প্রতিশোধে তাকিয়ে থাকাই শ্রেয়!