ভালোবেসে তুমি যোগ্য থেকে অযোগ্য হয়ে উঠলে
তোমার কল্পনার তীব্রতা ক্রমশই মলিন হয়ে এলো
তুমি নতুন কোন গল্পে আমায় চমকে তুলছো না
তোমার কথায় সেই একি পুরোনো সুর
সেই সুর যে সুরে তোমার প্রেমে পড়েছিলাম
আমি আর নিতে পারছি না সেই আবেগী আতলেমি
তুমি একঘেয়ে অবসরের মতো
সন্ধ্যার আধো আলোর মতো
তোমার কমল এই ঐশ্বর্য আমার চঞ্চলতা কে রুদ্ধ করে
আমি চাই সকালের ঝলমলে রোদ
আমি চাই উৎফুল্ল বসন্ত
মেঘলা দিনে বর্জপাত
আমি আলোর মতো ছুটতে চাই
আপন খেয়ালে মহাজগতের শেষ সীমানায়।
69
View