Posts

কবিতা

অযোগ্য ভালোবাসা

June 20, 2024

উত্তম কুমার বল

147
View

ভালোবেসে তুমি যোগ্য থেকে অযোগ্য হয়ে উঠলে
তোমার কল্পনার তীব্রতা ক্রমশই মলিন হয়ে এলো 
তুমি নতুন কোন গল্পে আমায় চমকে তুলছো না
তোমার কথায় সেই একি পুরোনো সুর
সেই সুর যে সুরে তোমার প্রেমে পড়েছিলাম
আমি আর নিতে পারছি না সেই আবেগী আতলেমি
তুমি একঘেয়ে অবসরের মতো
সন্ধ্যার আধো আলোর মতো
তোমার কমল এই ঐশ্বর্য আমার চঞ্চলতা কে রুদ্ধ করে
আমি চাই সকালের ঝলমলে রোদ
আমি চাই উৎফুল্ল বসন্ত
মেঘলা দিনে বর্জপাত
আমি আলোর মতো ছুটতে চাই 
আপন খেয়ালে মহাজগতের শেষ সীমানায়।

Comments

    Please login to post comment. Login