খুশবু ছড়াতে এসেছে মদিনাতে, খুশবু ছড়িয়েছে সারা জাহানে , মদিনার ঐ বুলবুল ( মাঝারি Scale)
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবীব সালামু আলাইকা, ইয়া নবী সালামু আলাইকা ( কোরাস)
পাগল ও গন্ধে ভরেছে মন যে, হৃদয় করেছে উতলা
মোর হৃদয় হয়েছে উতলা (টান হবে)
আমি যেতে চায় ছুটে, ঐ মদিনার ও পথে
আমি যেতে চায় ছুটে, ঐ মদিনার ও পথে (High Scale)
যেতায় হেঁটেছে মোর বুলবুল (Low sacle)
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবীব সালামু আলাইকা,
ইয়া নবী সালামু আলাইকা (কোরাস)
মদিনার ও পথে বসে নীরবে, পড়ি পাক কুরআনের বাণী (মাঝারী scale)
মৃদু হাঁসিতে পাশে বসে সুখে, শুনেছে শাফায়তের কান্ডারী (low scale)
অশ্রু মাখা চোখে চেয়েছিনু অপলক দৃষ্টিতে (নোড দিবে)
নূরে, আলোতে ভরেছে জমিন, মদিনার ও পথ
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া নবী সালামু আলাইকা (কোরাস)
ভালবাসার দৃষ্টিতে ভুলিয়াছি হায় মিছে দুনিয়া, মিছে দুনিয়া ( অল্প টান হবে, মাঝারি Scale )
খেয়েছি চুমু হাতে মদিনার ও পথে মোর পিয়ারে রাসূল
মোর পিয়ারে রাসূল
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া নবী সালামু আলাইকা (কোরাস)
কতকাল ধরে বসে নীরবে, চেয়েছি কামলিওয়ালাকে
দয়াকর দয়াময়! দয়াকর দয়াময়! (Low scale)
ভাগ্য দোষে এসেছি পরে দুনিয়ারও তরে
দেখিনি নূরের মুখখানি, শাহাদাতের ইশারা
শাহাদাতের ইশারা (আবেগ মিশ্রিত কন্ঠে মৃদু স্কেলে)
পারিনি যেতে তায়েফের বিরহে, বদর, উহুদে ( গম্ভীর কন্ঠে মাঝারি Scale)
তব যদি হায়! ভালোবাসা পায়, তব যদি হায়! ভালোবাসা পায় (মাঝারি Scale)
পাগল তার মাবুদের দয়াতে, মালিকের কৃপাতে ( low sacle)
ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবীব সালামু আলাইকা
ইয়া নবী সালামু আলাইকা। (কোরাস)
উৎসর্গঃইসলামিক স্কলার ডক্টর মুহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী সাহেবকে।
ডাঃমোঃ তরিকুল ইসলাম
সহকারী রেজিস্ট্রার
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
তারিখঃ ৪/৪/২৪, সময়ঃ ১০.৩০ PM, ময়মনসিংহে যাওয়ার পথে