পোস্টস

গল্প

ভূত সমাচার (শিশু ও কিশোর উপযোগী ভৌতিক গল্প) (প্রিমিয়াম)

২০ জুন ২০২৪

পার্থসারথি

কংকালটি ক্রমান্বয়ে বিভিন্ন ভঙ্গীতে নাচছে। মাঝে মাঝে আবার ঘটাঘট, ঘটাঘট শব্দ হচ্ছে। পুরো গা ক্রমশঃ ঠাণ্ডা হয়ে আসছে। নিজের গায়ে নিজেই চিমটি কাটলেন। অনুভূতি শক্তি একেবারে ক্ষীণ। কোন অনুভূতি নেই বললেই চলে। মনের ভয় কাটিয়ে সাহস সঞ্চয় করার চেষ্টা করছেন। একসময় মনের অজান্তেই হাতের বাঁশ দিয়ে বসালেন কয়েক ঘা। কংকাল পাশের ঝোঁপে গিয়ে ছিটকে পড়ল। তারপর কতক্ষণ সময় থমকে দাঁড়িয়েছিলেন তিনি নিজেই জানেন না।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই তিনি দ্রুত পায়ে হাঁটা শুরু করলেন। হাটছেন ঠিকই। কিন্তু হঠাৎ পেছন থেকে কে যেন টেনে ধরলো। মুখে কোন ভাষাই ব্যক্ত করতে পারলেন না। এমনটি মুখ থেকে একটি চিৎকার পর্যন্ত বের হলো না। তিনি ধপাস করে মাটিতে পড়ে গেলেন।
তার মানে, ভূতে টেনে ধরেছে? তুই শুধু শুধু বাড়িয়ে বলছিস!- ভীত কন্ঠে আদু বলল।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।