Posts

কবিতা

আবেদনপত্র

June 20, 2024

সর্দার ইমাম

73
View

আর,আমার 'মনে না বসা মন'–

মৃদু বাতাস গায়ে মেখে কেঁদে ওঠা,

শীতল-কোমল বৃষ্টি ফোঁটার মতন।

ভেঙে ভেঙে পড়ছে তোমার উঠোনে।

ভূপাতিত হবার আগে আগে,

আমাকে,তোমার কলস কাঁখে–

জমাও 'প্রিয়তমা'।                                                  

Comments

    Please login to post comment. Login