দিনকে দিন আমার একটা বাজে অভ্যাস হয়ে যাচ্ছে, যাকে পাই ধরে গল্প শোনাই। বুঝতে পারি, এতে অনেকেই বিরক্ত হয়; বিশেষ করে বেচারা জুনিয়ররা। ওরা উভয়সংকটে পড়ে যায়, মুখের উপর নাও করতে পারে না।
যাইহোক, ভণিতা না করে গল্প শুরু করা যাক- এক বাস ড্রাইভারের হেডলাইট (বাসের) নষ্ট হয়ে গেছে। এদিকে আশে আশে কোথাও কোনো মেকানিকের দোকান-ও নাই। এক মুসিবতের উপর আরেক মুসিবত। এখন কিভাবে কি করা যায়! শেষে বুদ্ধি করে ড্রাইভার আরেকটা ট্রাকের সাথে তার গাড়ি জয়েন্ট (জয়েন্ট মানে সংযুক্ত) দিলো। আশ্চর্যের ব্যাপার ঘটল তখন, যখন তারা ৫/৬ ঘন্টার রাস্তা মাত্র ৪ ঘন্টায় পৌছে গেলো। প্রথম ড্রাইভার অবাক হয়ে দ্বিতীয় ড্রাইভারকে জিজ্ঞেস করলো, "ওস্তাদ আমনে কামডা করলেন কেমনে! আমি এই রাস্তায় সবচে ফাস্ট চালাইয়াও ৫ ঘন্টার আগে কুনোদিন আইতে পারি নাই। আর আমনে, তারও ১ এক ঘন্টা আগে নিয়া আইলেন।" একথা শুনে দ্বিতীয় ড্রাইভার দাঁত খিলান করতে করতে কইলো, "ওস্তাদ, আমার ট্রাকের-ও তো হেডলাইট আছিল না। খোদার তালার নাম নিয়া, ডাইন বাম না দেইখা, ধুমসে টাইনা আইছি, বুঝছো?"