পোস্টস

গল্প

বাঘাইড় (প্রিমিয়াম)

২১ জুন ২০২৪

স্বকৃত নোমান

মূল লেখক স্বকৃত নোমান

ভোরে উঠে আবার শুরু করে হন্তারক বঘাইড়ের সন্ধান। অক্লান্ত হাতে বৈঠা বায়। হাওরের এ-মাথা থেকে ও-মাথায় চক্কর দেয়। মাথার উপর গনগনে সূর্যের তাত কেয়ার করে না, হাড়কাঁপানো শীত কেয়ার করে না, ঝড়-বৃষ্টি কেয়ার করে না। চোখ দুটো থির থাকে জলের উপর। একবার ডানে তাকায়, একবার বাঁয়ে। কোচটা রাখে হাতের কাছে। বরুণা বাজার থেকে তিন শ টাকায় কেনা কোচ। সবচেয়ে লম্বা, সবচেয়ে সুচালো। ঘাতক বাঘাইড়ের পেটটা এ-ফোঁড় ও-ফোঁড় না করা পর্যন্ত এই কোচ দিয়ে সে অন্য কোনো মাছ মারবে না।

এটি একটি প্রিমিয়াম পোস্ট।