Posts

কবিতা

পোড়া হৃদয়

April 20, 2024

সানজিদা সিদ্দিকা

Original Author সানজিদা সিদ্দিকা

116
View
গালিব, দাঁড়িয়ে থাকো গলির মোড়ে
জীবনের মোড় চক্রাকারে ঘোরে।
প্রেম ও মদিরায় হয়ে গুম,
গলিতে ফোটাও কবিতার মওসুম
শুধু কবিতাই জানে-
গালিবের হৃদয় কিসে পোড়ে। 

Comments

    Please login to post comment. Login