Posts

বাংলা সাহিত্য

প্রেমাষ্পদের গলির গজল- ০১

April 21, 2024

আজিজুল হক তুহিন

Original Author আজিজুল হক তুহিন

145
View
তোমার ঐ বাঁকা চোখের চাহনি এ যে,
মরুর বুকে জল পাওয়ার আনন্দ এ যে

তোমার চোখের ঐ মিটিমিটি অনবরত পলক যেনো,
তোমার প্রতি আমায় ফাঁদে ফালানোর চাল এ যে,

তোমার ঐ কণাভর্তি চোখের জল যেনো,
আমার অন্তরে দাগ কাটানোর চাল এ যে,

তোমার ঐ তীক্ষ্ণ দৃষ্টির নিষ্ঠর কম্পন ধ্বনি,
প্রেমের বেদনায় বিরহ হওয়ার হাল এ যে,

ওহে প্রিয়, একটুখানি দৃষ্টি দিয়ো আমার প্রতি,
তোমায় প্রেমাষ্পদের গলির মালিক বানানোর ওয়াদা এ যে।

Comments

    Please login to post comment. Login