Posts

গল্প

গল্পে গল্পে ভ্যালেন্টাইন সপ্তাহ (Premium)

June 22, 2024

Foyez Uddin

0
sold
গল্পে গল্পে ফেব্রুয়ারীঃ ধরি,সীমান্ত নামের একটা ছেলে তার মনে প্রেমের স্বাদ জেগেছে,সে ভাবছে যেভাবে হোক এই ফেব্রুয়ারী মাসে সে একটা না একটা প্রেম করবে।তাই সে ৭ই ফেব্রুয়ারী কলাতলি বাজারে গিয়ে একটা গোলাপ কিনলো।সিদ্ধান্ত নিলো পরেরদিন(৮ই ফেব্রুয়ারী) খুব ভোরে গিয়ে কলা তলি স্কুলের একটা মেয়েকে প্রপোজ করে দিবে,, ঐদিন ঠিক তাই করলো।মেয়েও সম্মতি দিলো।বেচারা নতুন প্রেমিক পকেটেও টাকা পয়সা নাই,, তাই ৯ই ফেব্রুয়ারী বাবার পকেটে মেরে গার্লফ্রেন্ডের জন্য এক বাক্স ডেইরি মিল্ক (চকলেট) কিনে গার্লফ্রেন্ড কে উপহার দিলো।গার্লফ্রেন্ড মহাখুশি,, মনে মনে ভাবিতেছে তার প্রেমিক তো আদর্শ প্রেমিক,, ফেব্রুয়ারীর প্রত্যেকটি দিবস অক্ষরে অক্ষরে পালন করছে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login