আমি মরলে পুড়িস না তোরা
মারা গেলে সমাধি দিও
না পারলে জলে ভাসাইয়াও
নয়তো ওপাড়াতে ভাসবো কান্নায়।।
বুকে আমার কোন প্রেমের ব্যথা?
জানে ঈশ্বর জানে বিধাতা
জ্বালাইয়া দিলে করবো হায় হায়!
কোন বিদ্যাপিট, আশ্রমের পাশে
আমার সমাধি দিও
জ্ঞান আর ধ্যান আমার বড় প্রিয়।
হাসি মুখে তোমরা জানাইও বিদায়।।
মরণের ওপাড়ে জানিনা কি হবে!
সুযোগ পেলে আসবো নেমে এই পৃথিবীতে
প্রণব শুধু সবার ভালোবাসা চায়।।
শেষ বিদায়ের সংবধর্ণা এমন হবে
হিন্দু-মুসলিম-বৌদ্ধ বিভেদ ভুলে
এক কাতারে দাড়াবে,
প্রভু কাছে প্রার্থনা করো, আত্মা শান্তি পায়।।