তুমি আসো না বলে— সে জেগে থাকে
চাঁদের সুরেলা ঘুমপাড়ানিয়া গান
কিংবা আমার পকেট কাহিনী
নেট থেকে ছাড়া পায়—
ফোনইন বাতিঘর
নিস্তেজ পড়ে আছে
কপালের টিপ ভেবে
ঘুম ঘুম রাত
পুরাতন বিধিমালার নিকট
রাগ করে ছেড়ে আসি—
এইতো কয়েক বছর পেরোলো
প্রকৃতির হাতে সন্ধে এবং রাত
দুর্লভ ছবি কবিতার হাতে
পায়ে পায়ে খোঁজ নেয়;
এখন মানুষ বিবেক বেচায়
চোখ রোগে ভোগে
টমাস আলভা এডিশন আহা! জানে না হয়তো—
মিরাক্কেলের আসর এখনো বসে
ফকাৎ ভকাৎ আলো খেলা ঘর
রাতের সময়
আমায় জ্বালিয়ে মারে
~
🌿🍂