Posts

কবিতা

রাফাত আহমেদ এর গুচ্ছ কবিতা

June 23, 2024

Rafat Ahmed

Original Author রাফাত আহমেদ

358
View

১.ক্লিনিক্যাল বিপ্লব
রাফাত আহমেদ

গ্রামসির কথা বলছি...
ক্লিনিক্যাল বিপ্লবের ভ্রুনে
এখন আর থাকেনা
ইশ্বরসমরা,
থাকে জানজটপূর্ণ
জারজ।

২.কৃত্রিম ইশ্বর
রাফাত আহমেদ

কৃত্রিম ইশ্বর আবার বোঝেননা আপনারা,
এ আই এ আই
বাবুমশাইকে জিগ্যেস করলাম, ডানা দিতে পারবেন?
"দুঃখিত ডানা দিলে আপনি কৃত্রিম ইশ্বর হয়ে যাবেন।"

৩.প্রে রাজ ম তন্ত্র 
রাফাত আহমেদ

চাইছিনা তোমাকে,
সভ্যতা যেমন চাইনি চে'র মৃত্যু
বসন্ত বিপ্লবে বিক্ষোভ বিকেলের রক্ত আমার আবার ঝরুক,
চাইছি আমাদের প্রেমের পরম রাজতন্ত্রের পতন ঘটুক।

Comments

    Please login to post comment. Login