Posts

উপন্যাস

জীবন যেখানে অন্যরকম

June 23, 2024

মাসুম শরীফ

পর্ব-৪

গতকাল খুবই ক্লান্ত ছিলাম| সিলেটের হোটেলে ফিরে গোসল করে, তারপরে রাতের খাবার খেয়ে সোজা বিছানায়, এক ঘুমে রাত কভার! সকালে ঘুম ভাঙলো, নাস্তা সেরে ভাবছি কি করা যায়? আজ শুক্রবার, সাইটে কাজ নেই, তবে আগামীকাল আছে! ভাবলাম জুম্মার নামাজটা পরে ইন্টারনেট ব্রাউসিং করবো| হোটেলে রিসেপশন এ ফোন দিলাম:


আমি: “রুম নম্বর ৩১১ থেকে নীরব হাসান বলছি”
রিসেপশনিস্ট:” জ্বি স্যার, বলুন”
আমি: “আপনাদের এখানে ইন্টারনেট সংযোগ আছে?”
রিসেপশনিস্ট: “জ্বি, স্যার, কিছু কিছু রুম এ আছে, ব্রডব্যান্ড, তবে আপনার রুমে নেই!”
আমি: “আমি কি এখানে একটা সংযোগ পেতে পারি, আমার এখানে পোর্ট আছে কিন্তু কেবল নেই!”
রিসেপশনিস্ট: “”জ্বি, পারেন, আমি ইলেক্ট্রিসিয়ান কে পাঠাচ্ছি, স্যার”
আমি:”ঠিক আছে, ধন্যবাদ”


কিছুক্ষন পরে ইলেক্ট্রিসিয়ান ক্যাবল নিয়ে হাজির, এবং আমার ইন্টারনেট সংযোগ দিয়ে চলে গেলো! আমি খাটে বসে কোলের উপর ল্যাপটপ নিয়ে ইন্টারনেট ব্রাউসিং করা শুরু করলাম! গুগল এ সার্চ দিয়ে দেখলাম, কোনো নতুন বায়োগ্রাফি পাবলিশ হয়েছে কিনা, দুটো বই পেলাম:
The Audacity of Hope: Barack Obama আর The Wings of Fire : A P J Abdul Kalam 


বেশ, এই বই দুটো ঢাকায় যেয়ে কিনতে হবে! আমার আসলে পৃথিবীর বিখ্যাত মানুষদের জীবন কাহিনী পড়তে ভালো লাগে! সারাদিন কি করা যায়? ইন্টারনেট চ্যাটিং? হ্যা, যেই ভাবা সেই কাজ, BD CHAT MIRC ইনস্টল করে নিয়ে #বাংলাদেশ চ্যানেল এ চ্যাট করা শুরু করলাম! নিজের নাম দিলাম Black _ Cat | #বাংলাদেশ চ্যানেল এ ঢুকতেই একজন নক করলো:
 

Nil_Pori: Hi A/S/L please? (A=Age; S=Sex; L=location)
Black_Cat: Hi, 28/M/Sylhet and you?
Nil_pori: 22/F/Dhaka, Are you from Sylhet?
Black_Cat: No, I am actually from Dhaka.
Nil_Pori: what are you doing in Sylhet?
Black_Cat: I am an Engineer, working for a renowned mobile operator in Bangladesh. I am here on official visit.
Nil_Pori: Sounds exciting! Hey wanna talk on phone?
Black_Cat:Yes, but before that would you mind telling me, what do you?
Nil_Pori: Yes, I am a BBA student at AIUB, have you heard of AIUB?
Black_Cat: Yes, I do. Give me your number?
Nil_Pori: No, give me yours, I will call..
Black_Cat: 01XXX-507-634.
Nil_Pori: Calling…
 

আমি অপেক্ষা করছি ফোনের | হটাৎ মোবাইল বেজে উঠলো:
মহিলা কণ্ঠ: হ্যালো, আমি অধরা বলছি, কিছুক্ষন আগে আপনার সাথে চ্যাট করছিলাম!
আমি: হ্যালো, অধরা, আমি নীরব হাসান, বয়স ২৮ ”
অধরা: “কেমন আছেন?”
আমি: “ভালো| তুমি কেমন? তুমি করেই বললাম, মাইন্ড করলে নাতো?
অধরা:” না, মাইন্ড করবো কেন? আর তাছাড়া আপনি বয়সে আমার থেকে বড়!”
আমি: “ধন্যবাদ! আজকে খুবই নিঃসঙ্গ লাগছে, একা একা সিলেটে”
অধরা: “চিন্তা করবেন না! আমি আছি না!”
আমি:” হেসে ফেললাম, তাই নাকি? সারাদিন কথা বলতে পারবে?”
অধরা: “অবশ্যই পারবো, আব্বু-আম্মু সিঙ্গাপুর গেছে, বাসায় আমি আর আমাদের কাজের বুয়া!, আপনার সাথে চ্যাট করতে ভালো লাগছিলো, আশা করি কথা বলতেও ভালো লাগবে!”
আমি: কেন? তুমি তো আমাকে কোনোদিন দেখোনি, তাছাড়া, যে দিন কাল পড়েছে! আমি তো গুন্ডা-বদমাশ হতে পারি!”
অধরা: “আপনি আর যাই হন, গুন্ডা-বদমাশ হবেন না!”
আমি: “কিভাবে বুঝলে?”
অধরা:”মেয়েরা অনেক কিছ বুঝতে পারে!”
আমি: “তাই নাকি? আমি তো জানতাম মেয়েরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, আর ছেলেদেরকে বোকা!”
অধরা:”তাই? তবে আমার মনে হয় আপনি বোকা নন!”
আমি:”তাই নাকি? আমার বাবার ধারণা আমার মাথায় বুদ্ধি শুদ্ধি কম!”
অধরা: “কি যে বলেন! আঙ্কেল এর কাছে আমাকে নিয়ে চলেন, ভুল ভাঙিয়ে দিবো!”
আমি:”তাই? তোমাকে কিভাবে পরিচয় করাবো?”
অধরা:” হেসে, বলবেন আমি আপনার গার্ল ফ্রেন্ড!”
আমি:”এই সেরেছে, তাহলে তো আমার মায়ের লাঠির বাড়ি খেতে হবে!”
অধরা:” হা হা হা, অনেক দিন পর আমি এতো হাসছি, উনি কেন এমন করবেন? উনি আপনাকে বিয়ে দিতে চান না!?”
আমি:”উনারা চান আমি উনাদের পছন্দ মতো বিয়ে করি”
অধরা:”বলেন কি? আমার বাবা সারাক্ষন আমাকে পচায় আমার বয়ফ্রেন্ড নেই বলে!”
আমি:”বয়ফ্রেন্ড নেই কেন?”
অধরা:”আপনার সাথে দেখা হয়নি বলে!”
আমি:”হেসে, তুমি আমার সাথে ফাইজলামি করো?”
অধরা:” জ্বি না স্যার, আমার সাথে যেই ছেলে গুলি পড়ে,এদের কিছু বোকা আর কিছু ভালগার, আমার আপনার মতো কাউকে দরকার যে আমার সাথে সুন্দর করে কথা বলবে!”
আমি:”আমি সুন্দর করে কথা বলছি?”
অধরা:“ জ্বি স্যার, আপনার সাথে কথা বলে মনে হচ্ছে, আমি আপনাকে অনেক দিন ধরে চিনি! আচ্ছা, আপনি কার মতো? আপনার বাবা না মা?
আমি:”আমি আমার মায়ের ৬০% আর বাবার ৪০%”
অধরা:”আমার মনে হয় আন্টি অনেক বুদ্ধিমান?”
আমি:”হাঁ, কিভাবে বুঝলে?”
অধরা:”কেন জানি মনে হচ্ছে! উনি আপনাকে এতো সুন্দর ভাবে মানুষ করেছে যে আপনি জানেন একটি মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়!”
আমি:”তাই নাকি? এতো তেল মারছো কেন?”
অধরা:”তেল? যা সত্যি তাই বলছি!”
আমি:”বিশ্বাস করলাম”
অধরা:”আচ্ছা আপনি কি সৃষ্টি কর্তায় বিশ্বাস করেন?”
আমি: “হাঁ করি, কোনো সন্দেহ?”
অধরা: “না মানে আজকাল সৃষ্টিকর্তায় বিশ্বাস না করা একটা ফ্যাশন এ পরিণত হয়েছে!”
আমি:”হেসে, আমি এ ফ্যাশন ফলো করি না!”
অধরা:” আপনার গার্ল ফ্রেন্ড নাই কেন?”
আমি:”হয়তো তোমার সাথে এতো গুলো বছর দেখা হয় নাই বলে!”
অধরা:”আমার দুর্ভাগ্য!, মৃদু হাসি”
আমি:”অধরা, তুমি অবসর সময় কি করো?”
অধরা:”সিনেমা দেখি, বেশির ভাগ সময়ে ইংলিশ, হিন্দি ছবি আমার ভালো লাগে না!”
আমি:”তোমার প্রিয় সিনেমা কোনটি?”
অধরা:”Forrest Gump and Never been Kissed”
আমি: “আরে, এই দুইটা তো আমারও পছন্দের মুভি!”
অধরা:”বলেন কি, আমাদের তো পছন্দ মিলে যাচ্ছে!”
আমি:”তাই তো দেখছি!”
মসজিদে আজান দিচ্ছে...জুম্মার নামাজের আজান!
আমি:”অধরা, আমাকে এখন রাখতে হবে, আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে!”
অধরা:”গুড, আপনি যান,আমাদের কি পরে কথা হবে?”
আমি:”অবশ্যই হবে”
অধরা:”আমি আপনার ফোনের অপেক্ষায় থাকবো!”
আমি:”ঠিক, আছে, আল্লাহ হাফেজ”
অধরা: “আল্লাহ হাফেজ”
 

Comments

    Please login to post comment. Login