আমি আটকে পড়ে থাকি তোমাদের ওই শহরে,
আর মাঝে মাঝে ব্যর্থ চেষ্টা করি নিজের মাঝে ফিরে আসার।
যেটা তোমাদের কাছে কিছুটা সময়ের অপচয়,
প্রিয়তী, সেটাই আমার কাছে ঔষধ ভালো থাকার।
তবু বারে বারে ফের ফিরে আসতে হয় তোমাদের শহরে,
আমায় নাকি বেঁচে থাকতে হবে!
বেঁচেই তো থাকব আমি, আমার মত, আমার মাঝে,
যতদিন আমার মন শহরবন্দী না হবে।