Posts

কবিতা

ইতস্তত যাযাবর

June 23, 2024

Afnan Sarker

90
View

আমি আটকে পড়ে থাকি তোমাদের ওই শহরে,
আর মাঝে মাঝে ব্যর্থ চেষ্টা করি নিজের মাঝে ফিরে আসার।
যেটা তোমাদের কাছে কিছুটা সময়ের অপচয়,
প্রিয়তী, সেটাই আমার কাছে ঔষধ ভালো থাকার।
তবু বারে বারে ফের ফিরে আসতে হয় তোমাদের শহরে,
আমায় নাকি বেঁচে থাকতে হবে!
 

বেঁচেই তো থাকব আমি, আমার মত, আমার মাঝে,
যতদিন আমার মন শহরবন্দী না হবে।  

Comments

    Please login to post comment. Login