#### বন্ধুরা
বন্ধুরা যখন পাশে থাকে,
জীবনটা হয় রঙিন।
সব দুঃখ ভোলাই তখন,
মনে লাগে মধুর সুরের টান।
দুঃসময়ে হাতে হাত রেখে,
চলে বন্ধুদের এই বন্ধন।
হাসি-আনন্দ, খুনসুটি মিলে,
গড়ে তোলে নতুন স্বপ্নের স্থান।
খারাপ সময়ে সাহস জোগায়,
ভালো সময়ে বাড়ায় আনন্দ।
বন্ধুরা মিলে পথ চললে,
সব বাধা হয় তুচ্ছ, প্রিয় বন্ধ।
কথা বলা, হাসি তামাশায়,
বয়ে যায় সময় নদী।
বন্ধু ছাড়া জীবন স্রোতে,
থাকে শুধু নিঃসঙ্গতায় নিখিল।
তাই তো বন্ধুদের বলি আমি,
তোমাদের ছাড়া সব শুন্য।
তোমাদের ভালোবাসায় জীবন আমার,
পূর্ণতা পায়, সার্থক হয় গাথা।
বন্ধুরা মিলে থাকুক চিরকাল,
থাকুক জীবনে সুখের ছোঁয়া।
এই প্রার্থনা করি প্রতিদিন,
বন্ধুদের জন্য সবার মনে থাকুক ভালোবাসা।
This is a premium post.