Posts

ফিকশন

স্বামী বিদেশ কিংবা ডিজিটাল কমিউনিকেশন (Premium)

June 23, 2024

শোয়েব সর্বনাম

ক্যাসেট শোনা শেষে শ্বশুর সাহেব মোনাজাত ধরলেন, আমরা সেই মোনাজাতে সামিল হলাম। প্রবাসীর কল্যাণ কামনায় সেই মোনাজাতের শেষে মিস্টি বিতরনের পর সকলে প্রস্থান করেন, যদিও মহিলারা তখনো অন্দরে অবস্থান করতেছিলেন। সকলে চলে যাওয়ার পরে শুধুমাত্র ঘনিষ্ট কিছু মহিলার উপস্থিতিতে ক্যাসেটের উল্টাপিঠ ছাড়া হবে।
পরে বাসার ছুটা বুয়ার কাছে ডিটেইল শুনছিলাম, সে আমার খালার লগে ট্যাংরা মাছ কাটতে কাটতে ক্যাসেটের উল্টাপিঠের বিবরণ দিতেছিল। তার বিবরণ ছিলো এইরকম, ‘ইছিছিছিছি, কি যে খাছড়া ব্যাডা! যদি আপনে শুনতেন’!

This is a premium post.

Comments

    Please login to post comment. Login