হৃদিপদ্মে~
আরেকবার বিস্মিত হবো বলে অপেক্ষায় আছি।
যেন মৃত্যুর সমান অথবা প্রথম যৌনতার
অধিক বিস্ময় পুনর্বার আলিঙ্গন করতে পারি।
জাগ্রত চণ্ডালিনীর চরণযুগল কীলকের
মতো গেঁথে আছে হৃদিপদ্মে।স্পন্দনে বল্কাচ্ছে কালো
ক্বাথের মতো অবিশ্বাসী রক্ত।এত ক্লেদ,চতুরতা
কোন লুপ্ত আসমান থেকে নেমে আসে,রাহি,বলো ?
লহমায়,সাধ্বী যামিনী,বেবুশ্যা হয়েছিলো যার
মধ্যমার তীব্রতায়,তার জারজাত অস্তিত্বের
ভার অবহ,অপিচ,কী পরিহাস,তারে সাষ্টাঙ্গে
লেপ্টে রেখেছি। এই সপর্যা দিনমান করোটির
কন্দরে রিনরিন বাজে। ফলে কেন্নোসন্নিভ গুটিয়ে
থাকি,আর অপেক্ষা করি অকাতরে লিঙ্গাতিত,
অপৌরুষেয়,অথচ তীব্র শরীরী বলাৎকারের।