পোস্টস

কবিতা

৫টি রোমান্টিক-বিরহ প্রেমের কবিতা

২৩ জুন ২০২৪

পার্থসারথি

*৫টি রোমান্টিক-বিরহ প্রেমের কবিতা*

            ♡♡♡

কবিতা-১

*এক চিমটি ভালোবাসা চাই*

               ♡

আমি এক চিমটি ভালোবাসা চাই-

জলের মতো সরল,

জোছনার মতো নরম,

নুনের মতো স্বাদ,

শাপলার মতো উঁচু,

আকাশের মতো অগাধ,

মিষ্টি ঢালা প্রভাত।

আমি এক চিমটি ভালোবাসা চাই-

জীবনের মতো বোধ,

দুঃখ-কষ্ট শোধ,

মিষ্টি সকাল রোদ,

জোছনা ভরা রাত,

সন্ধ্যাতারার আলো,

সাদা কিংবা কালো।

আমি এক চিমটি ভালোবাসা চাই-

ফড়িং নাচন গোলাপ,

মন পাগলের হাওয়া,

পাখি ফেরা গোধূলী,

পদ্মবিলে যাওয়া,

নিত্য রোজের বাঁক,

ঝিঁঝিঁ ডাকের রাত।

আমি এক চিমটি ভালোবাসা চাই-

বাড়িয়ে দেয়া হাত,

বাঁকা চাঁদের রাত,

অভিমানী চোখ,

হৃদয় একটু কাঁপুক,

শেওলা পিচ্ছিল ঘাট,

হাতের উপর হাত।

         ♡

কবিতা-২

*তোমার দেখা না পেলেই*

         ♡

তোমার দেখা না পেলেই-

কষ্টগুলো মিছিল করে

বুকের পাঁজরে হাঁটে;

আঘাতে আঘাতে আমি নীল হয়ে যাই।

তোমার দেখা না পেলেই-

চোখ দুটো উৎকন্ঠায়

ভীষণ অধীর হয়ে ওঠে;

পথ হারিয়ে আমি একা হয়ে যাই।

তোমার দেখা না পেলেই-

কষ্টগুলো উচ্চমানের পুষ্টি পেয়ে যায়;

কষ্টের সংখ্যা দ্রুত বাড়তে থাকে

আমার উচ্ছ্বাস ব্যথার ছোঁবলে চুষে নেয়।

তোমার দেখা না পেলেই-

গোধূলীর প্রাণকাড়া পাখির কলকাকলি,

শুভ্র মেঘে মেঘে শরতের খেলা,

ভালোবাসার চঞ্চলতায় ফাগুনের ছবি,

জোড়া-শালিকের ঠোঁট ছোঁয়া মুহূর্ত,

সবকিছুই অতি সাধারণ হয়ে যায়।

তোমার দেখা না পেলেই-

যুগ যুগ বেঁচে থাকার ইচ্ছের মৃত্যু হয়,

মিছিলের কথা বেমালুম ভুলে যাই;

ভুলে যাই নিজেকে নিজের অবহেলায়।

                 ♡

কবিতা-৩

*ছুঁয়ে দেখনি আমার হাত অথবা হৃদয়*

                 ♡

ঘোর অন্ধকারেও পেয়েছি আলো

অমাবস্যা মানেনি চাঁদ

জোনাকিরাও দল বেঁধে দেখতে এসেছিল আমাকে

গোলাপের হাওয়া লেগেছিল ফুলহীন বাগানে!

শুধু তুমি, একলা বলা প্রিয়তমা

দেখতে আসোনি

ছুঁয়ে দেখনি আমার হাত অথবা হৃদয়

বলোনি কোন কথা 

কেন আমি বিষন্ন এই বসন্তে

চির-দুঃখী একলা এখানে!

             ♡

কবিতা-৪

*তুমি ডাকলেই*

             ♡

তোমাকে ভেবেই আমার দিন কেটে যায়-

তুমি যদি হাসি ছড়িয়ে দাও

কোকিলের ডাকে বসন্ত কাঁপে,

তুমি যদি হাসি ছড়িয়ে দাও 

জোছনার স্নিগ্ধ আলোয় জোনাকিরা নায়

তারারা সব আমায় ডাকে,

তুমিহীনা এই বিকেলে বেঁচে থাকা দায়

তোমাকে ভেবেই আমার দিন কেটে যায়

তুমিহীনা এই ফাগুনে কেমনে ফাগুন আসে

তুমি ডাকলেই ফুল বাগানে ভ্রমর নিত্য নাচে।

              ♡

কবিতা-৫

*ভালোবাসা আছে বলেই*

              ♡

ভালোবাসা আছে বলেই-

ফুল ফোটে, পাখিরা গায়

জোছনার তোলপাড়,

ভালোবাসা আছে বলেই-

প্রেমিক-প্রেমিকা চায়

জগৎ তোমার-আমার।

ভালোবাসা আছে বলেই-

বাতাসে সুবাস ভাসে

দিগন্ত কাছে আসে,

ভালোবাসা আছে বলেই-

আকাশের সাতরঙ ছবি আঁকে

বেলাশেষে পাখিরা ফিরে আসে।

ভালোবাসা আছে বলেই-

তোমায় ডাকি

তোমার নামে ছন্দ আঁকি,

ভালোবাসা আছে বলেই-

আকাশে মেঘের ভাসাভাসি

তুমি অথবা আমি বলি- ভালোবাসি।

             ♡♡♡

Click & Read: বইটই-এ প্রকাশিত অসাধারণ রোমান্টিক প্রেমের কবিতা গ্রন্থ 'এক চিমটি ভালোবাসা’ এর লিংক