Posts

পোস্ট

বিশ্ব ইজতেমা কি জায়েজ?

June 24, 2024

মাহবুব আলম ফয়েজ (লিকছন)

91
View
টঙ্গী'র ময়দানে বিশ্ব ইজতেমায় 

বিশ্ব ইজতেমা কি জায়েজ?

বিশেষ কোন ছওয়াবের জন্য ইজতেমার ময়দানে উপস্থিত হওয়া বৈধ নয়।যেমন, ইজতেমা'কে গরিবের জন্য হজ মনে করা,ইজতেমার আখেরি মুনাজাত'কে বিশেষ ফজিলতপূর্ণ মনে করা,দোয়া কবুলের মাধ্যম হিসেবে মনে করা, এগুলো ভিত্তিহীন, এর কোন বৈধতা নেয়।

তবে ধর্মীয় আলোচনা শুনতে যাওয়া, মুসলমানদের তাকওয়া, ভ্রাতৃত্বের বন্ধন দেখতে যাওয়া,দোষের কিছু নয়।

Comments

    Please login to post comment. Login