Posts

চিন্তা

সরকারি হাসপাতালে সিরিয়াল সমাচার

June 24, 2024

সালমান ফারসি

221
View

২৪/৬/২৪

৪র্থ এভারেস্ট জয়ী বাবর আলীকেও এতো খুশি দেখি নাই,যতটা খুশি দেখলাম সরকারি হাসপাতালের সিরিয়াল ব্রেক করে রোগী দেখানো দাড়িওয়ালা এক মধ্যবয়সী মানুষকে।
প্রথম প্রথম দাড়ি নিয়ে খুব আক্ষেপ করতে দেখলেম এই টি-শার্ট+জিন্স পরা দাড়িওয়ালা ভদ্রলোককে।কারন তার দাড়ির জন্য নাকি কেও তাকে দাম দিচ্ছে না।
এর কিচ্ছুক্ষণ পর,প্রায় ৫০ রোগীকে পেছনে ফেলে ৩২ পাটি দাঁত বের করে হাসতে হাসতে বের হলো এই লোকটা।

সাধারণ লোকের সিরিয়াল ব্রেক আমার কাছে সবসময়ই খারাপ লাগে।
সাধারণ বললাম এই জন্য কেউ আমাকে গালি দিয়েন না।অসাধারণদের অবশ্যই আগে যেতে দেওয়া দরকার।

সাধারণ মানুষ যারা,দারোয়ানদের টাকা দিয়ে যারা ঢুকে তারা অবশ্যই তার আগের মানুষদের হক নষ্ট করে।

সব মানুষ এত কিছু করলেও কিছু যায় আসে না আমার।দাড়ি রেখে,দাড়ি নিয়ে আফসোস করে এই ধরণের কাজ করা পাবলিকরা অবশ্যই ঘৃণার যোগ্য।

Comments

    Please login to post comment. Login