Posts

ফিকশন

অনেক প্রেমিক-প্রেমিকা আছেন যারা প্রেম করার জন্য ফেসবুকের পাসওয়ার্ড আদান প্রদান করে। এটি আপনার কাছে কেমন মনে হয়?

June 24, 2024

Foyez Uddin

353
View

অনেক প্রেমিক-প্রেমিকা আছেন যারা প্রেম করার জন্য ফেসবুকের পাসওয়ার্ড আদান প্রদান করে। এটি আপনার কাছে কেমন মনে হয়?

ফেসবুকের পাসওয়ার্ড এমন কোন মহামূল্যবান কিছু নয় যে শেয়ার করলে রাজ্য ধ্বসে পড়বে।ইদানীং অনেক প্রেমিক-প্রেমিকা প্রেমের সম্পর্ক গড়ে উঠার কিছুদিন পরেই ফেসবুক পাসওয়ার্ড চেয়ে বসে।এটাকে আমি যেভাবে দেখি ~

১.প্রেমিক -প্রেমিকার মনে সবসময় সন্দেহ কাজ করে যে,, তার প্রেমিক-প্রেমিকার মেসেঞ্জার চ্যাট লিস্টে আরো অনেক ছেলে/মেয়ে আছে।তাই সে পাসওয়ার্ড চাই ফলে দুজনের মাঝে হস্তা হস্তি শুরু হয়ে যায়,, টানাপোড়া শুরু প্রেমের সম্পর্কের মাঝে। শেষে প্রেমের মরা জ্বলে ডুবে যায়। দুই দিনের হুটহাট সম্পর্কে পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। 🤣🤣

২.প্রেম করতে করতে যখন দুজন লাইলি-মজনু হয়ে যায়,, সম্পর্ক বিয়ে অবধি গড়ানোর সম্ভবনা প্রবল তখন প্রেমিক-প্রেমিকা দুজন পাসওয়ার্ড আদান-প্রদান করতে পারেন।এতে করে দুজনের প্রতি দুজনের বিশ্বাস জন্মাবে,,সম্পর্ক মজবুত হবে। এবং দুজনই আস্বস্ত হবেন যে আপনাদের মাঝে তৃতীয় কোন পক্ষ লুকোচুরি খেলে না,,আপনাদের রাজ্যের রাজা/রাণী/প্রজা আপনারা নিজেই।এই রাজ্যের প্রজা ভবিষ্যৎ সন্তান-সন্ততি 🤣🤣

🤣🤣🤣🤣

ধরি,,একদিন হঠাৎ আমার প্রেমিক -প্রেমিকা আমার কাছে ফেসবুক পাসওয়ার্ড চেয়ে বসলো। সে দেখতে চাই আমি মেসেঞ্জারে অন্য কোন ছেলে/মেয়ের সাথে ফষ্টিনষ্টি করি কিনা।আমি তখন কি করলাম যাদের সাথে ফষ্টিনষ্টি করতাম তাদের তাদের সকলকে চ্যাট লিস্টে গিয়ে চ্যাট লিস্ট ক্লিয়ার করে দিলাম।তখন সন্দেহ বাজন প্রেমিক-প্রেমিকারা ফেসবুক লগইন দিয়ে দেখবে মেসেঞ্জার চ্যাট লিস্টে মক্কেল আছে মাগার সে যে আসামি তার কোন প্রমাণ নাই 🤣🤣🤣🤣

🤣🤣🤣 ধরি,,আমি একজন বিশ্ব প্রেমিক-প্রেমিকা।আমার প্রেমিক-প্রেমিকার সংখ্যা ১০০ জন।এদের মধ্যে শুধুমাত্র একজন প্রেমিক-প্রেমিকার সাথে সম্পর্ক ফেসবুকে,, বাকি ৯৯ জনের সাথে সম্পর্ক ইমু,হোয়াটসঅ্যাপ,মোবাইল মেসেজ। এবার আমি যদি তুমি /তোমারে আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে দি,,তাহলে তুমি কই মক্কেল হাতের নাগাড়ে পাবে? শুধু একজন 🤣🤣🤣🤣 বাকি ৯৯ জন 🤣🤣

🤣🤣আবার ধরি,,আমার একাধিক ফেসবুক আইডি আছে,, সবগুলো দিয়ে মোটামুটি ফষ্টিনষ্টি করি,,এখন বাবু তোমাকে তো পাসওয়ার্ড দিলাম একটার যেটাতে হয়তো তুমি ছাড়া অন্য কোন ফ্রেন্ডও নাই,, তার মানে কি আমি খুবই ভালো,,বিশ্বস্ত 🤣🤣🤣

★ পাসওয়ার্ড নিতান্তই তুচ্ছ ব্যাপার★ বিশ্বস্ত হতে শিখুন ★ দু'টাকার পাসওয়ার্ডের জন্য সম্পর্কে রেষারেষি তৈরি করা থেকে বিরত থাকুন ★প্রেম করা থেকে বিরত থাকুন,, জীবনের মূল্যবোধ অনুধাবন করুন ★মনে রাখবেন অনলাইন যেমন যান্ত্রিক এখানে সবকিছুই নিতান্তই যান্ত্রিক বৈকি★

💞আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি,,আমি তোমাকে আল্লাহর জন্য ঘৃণা করি💞

Comments

    Please login to post comment. Login