পোস্টস

গল্প

দুইদিনের পরিচয়ে কাউকে প্রেম নিবেদন করা কি ঠিক, যার সম্পর্কে তেমন কিছুই জানি না কিন্তু খুব ভালো লাগে?

২৪ জুন ২০২৪

মাহবুব আলম ফয়েজ (লিকছন)

দুইদিনের পরিচয়ে কাউকে প্রেম নিবেদন করা কি ঠিক, যার সম্পর্কে তেমন কিছুই জানি না কিন্তু খুব ভালো লাগে?

 

কি খুব অধৈর্য লাগে? অল্পতেই কাছে পেতে ইচ্ছা জাগে? খুব করে মন চায় বাবু-সোনা ডাকতে? বারান্দায় পাতানো ইজি চেয়ারে বসে জোড়ায় জোড়ায় পূর্ণিমার রুপালি চাঁদ দেখার তীব্র বাসনা কি মনকে উথলিয়ে দেয়?🤣🤣🤣

মানুষ পৃথিবীর যেমন আজব প্রাণী, ঠিক তেমনি কুটিল মস্তিষ্কের অধিকারীও।এদের রং-রুপ সেকেন্ড- সেকেন্ড,মিনিটে-মিনিটে,,ঘন্টায়-ঘন্টায় পাল্টায়। এই সাদা কিছুক্ষণ পরে আবার রংধনুর অন্য কোন ছয় রঙে আবিভূত কোন পৌরাণিক দেবতা বৈকি।

চরিত্রে কে ভালো-মন্দ,, অর্ন্তযামী মহা- জ্ঞাত।আমার আপনার এই ব্যাপারে জ্ঞান বোধ যতসামান্য।

যেখানে দীর্ঘ পরিচয়েও মানুষকে চেনাজানা মুশকিল, সেখানে দুদিনের রঙচটা পরিচয়ে কতটুকু আন্দাজ করতে পারবেন সন্দেহাতীত।মানুষকে চেনাজানার ক্ষেত্রে দীর্ঘসূত্রতা উত্তম পন্থা। দীর্ঘদিন তার সান্নিধ্যে থাকতে থাকতে আপনি তার পুরো জীবন সম্পর্কে অবগত হতে পারবেন বলে মনে করছি।যেমন আমার আপনার বাবা-মা,, বেস্ট ফ্রেন্ডরাই আমি সম্পর্কে পুরোপুরি অবগত, আমার মন্দতা -ভদ্রতা তাদের নখদর্পনে।

বাস্তবিকতা কতই না কঠিন,আর অবাস্তবতা সহজলভ্য পানীয় দামে বিক্রিত দুটাকা দামের সুপেয় পানি।অবাস্তবিক কাল্পনিক জগতের একগাদা গল্পও আমার জানা আছে বৈকি।

বন্ধু কেমন আছিস? ডিপ্রেশনে আছি।কেন? গার্লফ্রেন্ডর সাথে আবারও ব্রেকআপ।মহা ব্রেকআপ, চূড়ান্ত ব্রেকআপ ইত্যাদি।

বন্ধু কেমন আছিস? আরও একটু পরে নক দে।কেন?তোর ভাবির সাথে কথা বলছি,নতুন প্রেমিকা, সো কিউট রে বন্ধু। যেই না মিষ্টি সুরে কথা বলে।

বন্ধু কেমন আছিস? আর বলিস না বন্ধু আবারও ব্রেকআপ 😪

এই আমার বন্ধু সুব্রত এর মেসেঞ্জার বা অনলাইন প্রেমের গল্প।

অনলাইনে হাই-হ্যালো’র পরে শুরু হয়ে যায় প্রেমের রোমান্টিক কাব্য।প্রথমে আপনি-আপনি, পরে তুমি তোমার,,

তোমার কি বয়ফ্রেন্ড আছে? না না না

তোমার কি গার্লফ্রেন্ড আছে? না না না

উত্তর লিখতে লিখতে চোখে তুলসি পাতার ধোঁয়া দেখছি,মনটাও বিষাদগ্রস্ত। চলুন একটা গান শুনতে পারি,,,,,

এই হলো আমাদের দুদিনের প্রেমের অবস্থা।

চেনাজানা হয়ে উঠার আগেই প্রেমের রোমান্টিক দৃশ্য দেখা যায় রুপালি পর্দায়,শেষমেশ ব্রেকআপ আর ডিপ্রেশনের ধোঁয়ায় কতশত যুবক মাদকের নেশায় বূধ,,যুবতীরাও হতাশার কালো জালে কলঙ্কিত।

সুতরাং,, প্রেমের সম্পর্কে জড়ানোর আগে দীর্ঘ মেডিটেশন করুন।

ধন্যবাদ,, 💞