আমি কষ্ট পেলে একটি মেয়ে কষ্ট পায়। সে একদিন বলছে সে নাকি আমাকে পছন্দ করে। আমার মন খারাপ হলে নাকি তার ভালো লাগেনা। সে কি আমাকে ভালোবাসে? নাকি আমার উপর ক্রাশ খেয়েছে?
(Premium)
পৃথিবীর রঙ-রুপ পাল্টে গেছে চারদিকে কৃত্রিমতার ধোঁয়াশা 😪
আবেগ এমন একটি মানসিক অবস্থা যা স্বতঃস্ফূর্তভাবেই উদ্ভূত হয়; সচেতন উদ্যম থেকে নয়।কৃত্রিমতা'র পৃথিবীতে ভালোবাসা/ক্রাশ এগুলো একগুচ্ছ আবেগে সমষ্টি বৈকি।ক্ষণেক্ষণে এই আবেগ বিশৃঙ্খলিত করে দেয় বাস্তবতার জীবনকে। যার কখনো নিজের জন্য নয়তো পরিবার জন্য মন খারাপ হয়নি তার পরপুরুষের জন্য সাময়িক মন খারাপ হওয়া চরম ভণ্ডামির সামিল নয়,, নয় কি?