পোস্টস

পোস্ট

আমার প্রেমিক আমাকে দিনের পর দিন অবহেলা করতো, অনেক বোঝানোর পরেও সে পাল্টায়নি। তাই আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমি কি কোনো ভুল করেছি?

২৪ জুন ২০২৪

মাহবুব আলম ফয়েজ (লিকছন)

আমার প্রেমিক আমাকে দিনের পর দিন অবহেলা করতো, অনেক বোঝানোর পরেও সে পাল্টায়নি। তাই আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছি। আমি কি কোনো ভুল করেছি?

প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমার প্রেমের কিছুটা কাব্যিকতা রচনা করছি 🤓

অষ্টম শ্রেণির প্রায় শেষদিকে আমি এক শুভ্র বর্ণের মেয়ের প্রেমে পড়েছিলাম।রীতিমতো মেয়েটিকে প্রেমের প্রস্তাবও দিয়ে বসলাম, প্রথমে দিকেই মেয়েটি নাবোধক উত্তর প্রদান করে।কারণ, সে আমার ফ্রেন্ড ও ক্লাসমেট।তার বড় ভাই ও আমাদের ক্লাসমেট। যাইহোক, পরে সে সম্মতি জ্ঞাপন করলো। মোটামুটি ২/৩ মাস আমাদের সম্পর্ক চলছিল।পরে ফ্যামিলি ও শিক্ষকদের কর্ণকুহরে একথা পৌঁছালে,,আমাদের সম্পর্কে নিরবতার ঝড় নেমে আসে।একপর্যায়ে কথা বলাও বন্ধ হয়ে যায়।ক্লাসে আমি প্রায়ই চুপচাপ থাকতাম, তাহার দৃষ্টির সম্মুখে কোন মেয়ের সাথেও কথা বলতাম না।প্রায় স্কুলের লাইব্রেরিতে উপন্যাস নিয়ে পড়ে থাকতাম।এভাবে আমি তাহার জন্য অপেক্ষা করতে থাকি।কিন্তু মেয়েটি নবম শ্রেণির গোড়ার দিকে এক ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়,কিন্তু আমি তারপরও তাকে খুবই বিশ্বাস করতাম। নিরবতায় স্কুল জীবন শেষ করলাম। কলেজে এসে আমি ঢাকা শহরের এক প্রাইভেট কলেজ ভর্তি হলাম আর সে গ্রামের একটি কলেজ। সে সময়ও আমি ফোন চালাতাম না,,অন্য কারও ফোন থেকে তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করলাম। শেষ পর্যন্ত ব্যার্থ হলাম। এরপর মেয়েটি কলেজে আরও একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে।আমার ভালোবাসা এখোনও তাহার উপরে সুদৃঢ়। যাইহোক,, এখন মেয়েটির বিবাহকার্য সম্পূর্ণ হয়েছে, সে স্বামীর বাড়িতে মনের সুখে দিব্যি নেচে বেড়াচ্ছে বৈকি।এদিকে আমি এখনো দেবদাস 😭

নিত্যই অবহেলা করে এমন মানুষ থেকে কিছুই আশা করা বোকামি।আপনার প্রেমিক হয়তো অন্য কোন সম্পর্কের বেড়াজালে নিত্যই ইন্দ্র রচনা করেছে। তাই আপনার প্রতি তার অবহেলা তীব্র।যে মানুষ এতোকিছুর পরেও বুঝতে চায়নি তার প্রেমিকা কি চাই, তার সাথে সম্পর্ক রাখার চেয়ে ছিন্ন করা শ্রেয় বৈকি 🙄

খুব কষ্ট হচ্ছে? চারদিকে শূন্য শূন্য লাগছে? অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন? খাওয়ারে রুচি উঠে গেছে? একাকী সময় কাটাতে খুব ইচ্ছে করছে?সবসময় তাহার ছায়ামূর্তি চোখের সামনে ভেসে উঠছে? 🤣🤣🤣

চিন্তার দরকার কি? যে নিত্যই অবহেলা করতো,, তার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তো মহাভুল করেননি।জীবনকে গুরুত্ব দিন,, প্রেমের সস্তা বেড়াজাল থেকে বেরিয়ে আসুন। আপন পিতামাতা,ভাইবোন, নিকটাত্মীয়দের কে ভালোবাসা দু'টাকার সস্তা প্রেমের চেয়েও মহামূল্যবান বৈকি।

মন খারাপ করে?আমার মতো কাব্য আর উপন্যাস পড়ে সময়টা কাটিয়ে দিতে পারেন। এক্ষেত্রে নজরুলের কাব্যিকতা একধাপ এগিয়ে।

আপনার লজ্জাহীন প্রেমিক কিছুদিন পরে আপনার সাথে যোগাযোগ করে সম্পর্কে জড়ানোর চেষ্টা করবে। সাবধান!! আবেগ নয় বিবেক কে প্রাধান্য দিবেন🤫

ধন্যবাদ,,💌