Posts

কবিতা

বৃষ্টি ও তুমি

June 24, 2024

মোহাম্মদ রাজু

185
View

বৃষ্টি ভেজা হিমেল হাওয়া বইছে শহর জুড়ে,
আজকে প্রথম বৃষ্টি ভেবে ভিজছে নগরবাসী,
কেউ জানেনা প্রথম ফোঁটা দুঃখ হয়ে কবেই গেছে ঝরে।

তুমিই শুধু আমার থেকে মেঘের মতন; অনেক অনেক দূরে।
বৃষ্টি হয়ে ঝরছো যখন আমার কাছে-
আমিও তখন বাষ্প হয়ে যাচ্ছি কেবল উড়ে।

বৃষ্টি শহর জুড়ে, তবু তপ্ত হৃদয় পুড়ে।

Comments

    Please login to post comment. Login