পোস্টস

কবিতা

বৃষ্টি ও তুমি

২৪ জুন ২০২৪

মোহাম্মদ রাজু

বৃষ্টি ভেজা হিমেল হাওয়া বইছে শহর জুড়ে,
আজকে প্রথম বৃষ্টি ভেবে ভিজছে নগরবাসী,
কেউ জানেনা প্রথম ফোঁটা দুঃখ হয়ে কবেই গেছে ঝরে।

তুমিই শুধু আমার থেকে মেঘের মতন; অনেক অনেক দূরে।
বৃষ্টি হয়ে ঝরছো যখন আমার কাছে-
আমিও তখন বাষ্প হয়ে যাচ্ছি কেবল উড়ে।

বৃষ্টি শহর জুড়ে, তবু তপ্ত হৃদয় পুড়ে।